মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক চাপালো যুক্তরাষ্ট্র বিএনপির ৩১ দফা প্রচারে উত্তরখানে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত মুকসুদপুরের আইডিয়াল স্কুল–তেরাইসা রোডে খানাখন্দের রাজত্ব জীবন দিয়ে হলেও খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনা পালন করব-এস এম জাহাঙ্গীর আশুলিয়ায় সাব রেজিস্ট্রারের দুর্নীতির বিরুদ্ধে মানব্বন্ধন কমিশন কিছুই চাপিয়ে দেয় নি-অধ্যাপক আলী রীয়াজ আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই এতিম লালন-পালনের স্বার্থকতা আন্তর্জাতিক ইসলামী গবেষণা প্রতিনিধির সাথে ছাত্রশিবিরের মতবিনিময় সভা উত্তরা থানা জামায়াতের উদ্যোগে পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা মুকসুদপুরে নির্বাচনী প্রচার প্রচারণায় জামায়াত প্রার্থী মাওলানা আবদুল হামীদ

বাংলাদেশে ‘আন্তর্জাতিক উদ্যোক্তা বিশ্বকাপ (EWC) ২০২৫’এর আনুষ্ঠানিক উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক / ৪৪ সময়
আপডেট: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

নতুন উদ্যোক্তাদের আইডিয়া তুলে ধরা, গ্লোবাল বিনিয়োগকারী ও মেন্টরদের সঙ্গে নেটওয়ার্কিং স্থাপন এবং বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে বিশ্বমানে পরিচিত করার লক্ষ্যে আজ ২৮ এপ্রিল ২০২৫ (সোমবার) ড্যাফোডিল প্লাজা, ধানমন্ডিতে এক জমকালো “মিট দ্যা প্রেস” অনুষ্ঠানের মাধ্যমে এন্ট্রপ্রেনিউরশীপ ওর্য়াল্ড কাপ বাংলাদেশ ২০২৫ (EWC Bangladesh 2025)-এর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ নেটওয়ার্ক (GEN) বাংলাদেশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ নেটওয়ার্ক (GEN) বাংলাদেশ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মোঃ সবুর খান। এন্ট্রপ্রেনিউরশীপ ওর্য়াল্ড কাপ (EWC) বিশ্বের অন্যতম বৃহৎ স্টার্টআপ পিচিং প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারীরা তাদের উদ্ভাবনী ধারণা ও ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করে ৩ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের পুরস্কার এবং বিনিয়োগ সুবিধা জয়ের সুযোগ পায়। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে আইডিয়া স্টেজ, আর্লি স্টেজ এবং গ্রোথ স্টেজ—এই তিনটি ক্যাটাগরিতে স্টার্টআপদের নির্বাচন করা হবে।

গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ নেটওয়ার্ক (GEN) বাংলাদেশ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মোঃ সবুর খান বলেন, “উদ্ভাবনই আগামী দিনের বাংলাদেশ গড়বে। আর এন্ট্রপ্রেনিউরশীপ ওর্য়াল্ড কাপ হলো সেই স্বপ্নকে বাস্তবায়নের প্রথম ধাপ।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই বিশ্বকাপ বাংলাদেশি স্টার্টআপ ইকোসিস্টেমের জন্য একটি বিশাল সুযোগ, যেখানে উদ্যোক্তারা বিশ্বব্যাপী বিনিয়োগকারী, পরামর্শক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের সাথে সংযোগ স্থাপন করতে পারবে।

গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ নেটওয়ার্ক (GEN) বাংলাদেশ, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড, নলেজ ভেইল এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন এবং উদ্যোক্তাবৃত্তি বিভাগ এই আয়োজনের জাতীয় আয়োজক হিসেবে যুক্ত রয়েছে। এছাড়াও, Microsoft, NEOM এবং Monshaat সহ অন্যান্য আন্তর্জাতিক অংশীদার প্রতিষ্ঠানের সমর্থন রয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রথম আলোর ডিজিটালট্রান্সফরমেশন ও যুব কাযৃক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান, ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্র্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শওকত হোসেন ও কে এম হাসান রিপন, ম্যানেজিং ডিরেক্টর (জেন বাংলাদেশ) এসময় উপস্থিত ছিলেন GEN বাংলাদেশের সম্মানিত বোর্ড সদস্যবৃন্দ, অংশীদার প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি, স্টার্টআপ উদ্যোক্তারা এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা।
আলোচনায় অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে সচেতনতামূলক ক্যাম্পেইন, সেমিনার এবং ওয়ার্কশপ আয়োজনের মাধ্যমে স্টার্টআপ চর্চা বাড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে EWC ২০২৫-এর রেজিস্ট্রেশন এবং অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়।

আরও তথ্য ও রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করুন:
www.genglobal.org/ewc

বাংলাদেশী অংশগ্রহণকারীরা নিম্নোক্ত ই-মেইল যোগাযোগ করতে পরেবে: kmripon@genglobal.org
ক্যাপশনঃ এন্ট্রপ্রেনিউরশীপ ওর্য়াল্ড কাপ বাংলাদেশ ২০২৫ উপলক্ষ্যে আয়োজিত “মিট দ্যা প্রেস” অনুষ্ঠানে বক্তব্য রাখছেন গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ নেটওয়ার্ক (GEN) বাংলাদেশ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মোঃ সবুর খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর