মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মুকসুদপুরে বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন পরিবেশ দুষণকারী অবৈধ সিসা তৈরীর কারখানায় জরিমানা চাঁদাবাজি বন্ধের দাবী জানিয়ে কাফনের কাপড় পড়ে মানববন্ধন মুকসুদপুরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি গঠন  জাপানের রাষ্ট্রদূতের সাথে আমীরে জামায়াতের বৈঠক অনুষ্ঠিত লোহাগড়ায় জাল রশিদে চাঁদাবাজির অভিযোগ অসাধু চক্রের বিরুদ্ধে ইরানে ডজনখানেক বিমান হামলা!জানালো ইসরাইলি সেনাবাহিনী উন্নয়নে বাধা দিল প্রভাবশালীরা! প্রাণনাশের হুমকিতে থানায় অভিযোগ দেশের পুঁজিবাজারে ইরানে মার্কিন হামলার প্রভাব

দিনাজপুরে ওয়ার্ড ভিশনের উদ্যোগে দরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ

দিনাজপুরে ওয়ার্ড ভিশনের উদ্যোগে দরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ / ৪৮ সময়
আপডেট: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

২৯ এপ্রিল মঙ্গলবার মাতাসাগরস্থ পালকীয় প্রশিক্ষণ কেন্দ্রে দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে এবং পিসিভি প্রকল্পের আওতায় অতি-দরিদ্র শিশু শ্রম পরিবারের আয় বৃদ্ধিমূলক কর্মসূচীর জন্য শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেষ্টার গমেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হত দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে অর্থ বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ-আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম এবং সুবিধাভোগীর পক্ষ থেকে বক্তব্য রাখেন মোছাঃ রেহানা আক্তার। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার যোহন মুর্মু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার পলাশ ক্রুশ।

অনুষ্ঠানে বিকাশ কর্ণার এর মাধ্যমে ১১৩ জনকে প্রদানকৃত অর্থ ১৮ হাজার টাকা পরিবারের সদস্যদের মাঝে প্রদান করলে তারা সাথে সাথে উত্তোলন করে। এসময় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ-আলম বলেন সরকারের পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন হতদরিদ্র নারীদের ক্ষমতায়ন ও স্বনির্ভর করে গড়ে তুলতে পাশে দাঁড়িয়েছে তা একটি প্রসংশনীয় উদ্যোগ বলে আমরা মনে করি। বেকারত্ব দূর করতে এবং আত্ম র্কমসংস্থান হিসেবে অতিদরিদ্র শিশুশ্রম পরিবারের সদস্যদের উন্নয়ণ ঘটবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর