আশুলিয়ায় দিন দুপুরে ইউপি সদস্যের ভাইকে হত্যা

ঢাকার আশুলিয়ায় রুবেল মন্ডল (৩৫) নামে এক ব্যক্তিকে দিনে দুপুরে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।এ ঘটনায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। বুধবার (৭ মে) দুপুরে আশুলিয়ার পাড়াগ্রামের দেউন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রুবেল মণ্ডল আশুলিয়ার পাড়াগ্রাম দক্ষিণপাড়া এলাকার মো. নায়েব আলী মন্ডলের ছেলে। তিনি আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমীন মন্ডলের ছোট ভাই।
পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়ার পাড়াগ্রামের দেউনের একটি নির্জন স্থানে রুবেল মন্ডলের রক্তাক্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে তারা থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে দুই এক ঘণ্টা আগে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে।
স্থানীয়রা জানান, রুবেল মন্ডল সকালেও এলাকায় ঘোরাফেরা করেন। সকালের পর থেকে তাকে আর এলাকায় দেখা যায়নি। দুপুরে তার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। তবে কি কারণে তাকে হত্যা করা হতে পারে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও হত্যার কারণ ও হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।