নড়াইলে সালমান হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ১

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় সালমান খন্দকার (২৬) হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। মামলা দায়েরের পর মশিয়ার মোল্যা (৪০) নামের একজনকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
রোববার (১১ মে) লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ছোট ভাই খন্দকার নাহিদ হাসান। এতে ২০ জনের নাম উল্লেখ এবং ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
নিহত সালমান খন্দকার লোহাগড়া উপজেলার শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে।
গ্রেফতার মশিয়ার মোল্ল্যা একই গ্রামের মান্নান মোল্ল্যার ছেলে।
সোমবার (১২ মে) সকালে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত সালমানের ছোট ভাই বাদী হয়ে রোববার থানায় মামলা করেছেন। মামলার পর এজাহার নামীয় এক আসামিকে গ্রেফতারের পর সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে সালমান ও তার বন্ধুরা লোহাগড়া উপজেলার রামকান্তপুর মধুমতি নদীর পাড়ে পিকনিক করে। এর আগে ওইদিন সন্ধ্যায় তার মাকে জানায় যে রাতে পিকনিক আছে সেখানে খাব। পিকনিকে গিয়ে সে আর বাড়িতে ফিরে আসে না পরে পরিবারের লোকজন তাকে ফোন করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরেরদিন শুক্রবার (৯ মে) সকালে কাউলিডাঙ্গা বিল থেকে সালমান খন্দকার নামে ওই যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এস এম আলমগীর কবির
নড়াইল।