মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মুকসুদপুরে বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন পরিবেশ দুষণকারী অবৈধ সিসা তৈরীর কারখানায় জরিমানা চাঁদাবাজি বন্ধের দাবী জানিয়ে কাফনের কাপড় পড়ে মানববন্ধন মুকসুদপুরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি গঠন  জাপানের রাষ্ট্রদূতের সাথে আমীরে জামায়াতের বৈঠক অনুষ্ঠিত লোহাগড়ায় জাল রশিদে চাঁদাবাজির অভিযোগ অসাধু চক্রের বিরুদ্ধে ইরানে ডজনখানেক বিমান হামলা!জানালো ইসরাইলি সেনাবাহিনী উন্নয়নে বাধা দিল প্রভাবশালীরা! প্রাণনাশের হুমকিতে থানায় অভিযোগ দেশের পুঁজিবাজারে ইরানে মার্কিন হামলার প্রভাব

নড়াইলে সালমান হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ১

রিপোর্টার নাম: / ৯৭ সময়
আপডেট: সোমবার, ১২ মে, ২০২৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় সালমান খন্দকার (২৬) হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। মামলা দায়েরের পর মশিয়ার মোল্যা (৪০) নামের একজনকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।

রোববার (১১ মে) লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ছোট ভাই খন্দকার নাহিদ হাসান। এতে ২০ জনের নাম উল্লেখ এবং ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

নিহত সালমান খন্দকার লোহাগড়া উপজেলার শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে।

গ্রেফতার মশিয়ার মোল্ল্যা একই গ্রামের মান্নান মোল্ল্যার ছেলে।

সোমবার (১২ মে) সকালে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত সালমানের ছোট ভাই বাদী হয়ে রোববার থানায় মামলা করেছেন। মামলার পর এজাহার নামীয় এক আসামিকে গ্রেফতারের পর সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে সালমান ও তার বন্ধুরা লোহাগড়া উপজেলার রামকান্তপুর মধুমতি নদীর পাড়ে পিকনিক করে। এর আগে ওইদিন সন্ধ্যায় তার মাকে জানায় যে রাতে পিকনিক আছে সেখানে খাব। পিকনিকে গিয়ে সে আর বাড়িতে ফিরে আসে না পরে পরিবারের লোকজন তাকে ফোন করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরেরদিন শুক্রবার (৯ মে) সকালে কাউলিডাঙ্গা বিল থেকে সালমান খন্দকার নামে ওই যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

এস এম আলমগীর কবির

নড়াইল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর