মুকসুদপুরে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জামায়াতে ইসলামী’র সহায়তা

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানদার মো. রাজুকে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখা।
সোমবার (১২ মে) বিকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর হাতে নগদ অর্থ তুলে দেন গোপালগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হামিদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির প্রফেসর আব্দুল ওহাব, উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা কর্ম পরিষদের সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আলী আকবর, বাটিকামারী ইউনিয়ন আমির মাও. আ. রাজ্জাক, লোহাইড় ফাজিল মাদ্রাসার আরবি শিক্ষক মাও. রবিউল ইসলামসহ জামায়াতে ইসলামী বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় জনগণ।
উপস্থিত নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে দাঁড়িয়ে সহযোগিতার আশ্বাস দেন এবং ভবিষ্যতেও সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।