নড়াইলে ইসলামি ফাউন্ডেশনের ৫ দফা দাবিতে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি : নড়াইলে বেতন-ভাতা প্রদানসহ ৫ দফা দাবিতে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক, পরিদর্শক, কর্মচারী কর্মকর্তারা মানববন্ধন করেছেন। মানববন্ধন শেষে জেল প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করেন। শনিবার (১৭ মে) বেলা ১১টায় নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য দেন, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গণশিক্ষা প্রকল্পের শিক্ষক, হাফেজ মাওলানা ওসমান গনি, শিক্ষক, হাফেজ মাওলানা ইনামুল হাসান, মাওলানা আবুল হাসান, ইসলামি ফাউন্ডেশনের কেয়ারটেকার মাওলানা বিল্লাল প্রমুখ।
বক্তারা বলেন-শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি প্রাথমিক শিক্ষা গ্রহণে মসজিদ ভিত্তিক গণশিক্ষা প্রকল্পের শিক্ষক-কর্মচারী ও কর্মকর্তারা ৫ মাস ধরে বেতন-ভাতা পান না। বিভিন্ন সময় দাবি করেও বেতন ভাতা পাননি। ৫ দফা দাবি অতিদ্রুত মেনে না নিলে কঠোর আন্দোলনের হুমকি দেন।