মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মুকসুদপুরে বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন পরিবেশ দুষণকারী অবৈধ সিসা তৈরীর কারখানায় জরিমানা চাঁদাবাজি বন্ধের দাবী জানিয়ে কাফনের কাপড় পড়ে মানববন্ধন মুকসুদপুরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি গঠন  জাপানের রাষ্ট্রদূতের সাথে আমীরে জামায়াতের বৈঠক অনুষ্ঠিত লোহাগড়ায় জাল রশিদে চাঁদাবাজির অভিযোগ অসাধু চক্রের বিরুদ্ধে ইরানে ডজনখানেক বিমান হামলা!জানালো ইসরাইলি সেনাবাহিনী উন্নয়নে বাধা দিল প্রভাবশালীরা! প্রাণনাশের হুমকিতে থানায় অভিযোগ দেশের পুঁজিবাজারে ইরানে মার্কিন হামলার প্রভাব

টঙ্গীতে প্রতিবন্ধীর হাত-পা বেঁধে নির্যাতন করে হত্যা, আটক বাড়ির মালিক

জুয়েল পাঠান / ৮১ সময়
আপডেট: মঙ্গলবার, ২০ মে, ২০২৫

গাজীপুর মহানগর টঙ্গীতে নিজ কক্ষ থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় বাক্‌প্রতিবন্ধী এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে গাজীবাড়ি পুকুরপাড় এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম রাবেয়া সাবরিন আক্তার লিখন (২৫)। তিনি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার উত্তর পটখালী গ্রামের সেলিম হালাদারের মেয়ে। টঙ্গীর গাজীবাড়ি পুকুরপাড় এলাকার গোলাম মোস্তফার বাসায় ভাড়া থাকতেন তিনি।

লিখন টঙ্গীর নতুন বাজার এলাকার শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টে (মৈত্রী শিল্প) কম্পিউটার অপারেটর পদে চাকরি করতেন। এক বছর আগে মা রাজিয়া বেগমকে নিয়ে ভবনটির দ্বিতীয় তলায় ওঠেন। সোমবার সকালে তিনি বাসায় একাই ছিলেন।

পুলিশ জানায়, সকাল ৯টার দিকে পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা তাঁর কক্ষের দরজা বাইরে থেকে বন্ধ দেখতে পান। পরে দরজা খুলে ভেতরে বিছানার ওপর হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন তারা।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার পর বাড়ির মালিক গোলাম মোস্তফাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আশপাশের ভবনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর