লালমনিরহাট সাহিত্য-সংস্কৃতি সংসদের উদ্যোগে নজরুল জয়ন্তী উদযাপন

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যাপক মোহাম্মদ শাহ আলম, অন্যান্যদের মধ্যে লালমনিরহাট সাহিত্য সংস্কৃতি সংসদের উপদেষ্টা লিনা রহমান, সভাপতি আতাউর মালেক, সহসভাপতি ইসমত আরা, ইরশাদ জামিল, সম্পাদক সরমিন বীথি, যুগ্ম সম্পাদক আব্দুছ ছালাম, সাংগঠনিক সম্পাদক ইয়ামিন বসুনিয়া, সাংস্কৃতিক সম্পাদক তরনী কান্ত অধিকারী, গোলাপ হোসেন রতন, কোয়েল মিজান, রংপুর সাহিত্য- সংস্কৃতি পরিষদ এর সাধারণ সম্পাদক মামুন উর রশিদ এবং বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনব্যাপি এই কর্মসূচিতে বিদ্যালয়ের ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
দ্বিতীয় পর্বে আবৃত্তি ও প্রমিত বাংলা ভাষায় কথা বলার কৌশল বিষয়ে কর্মশালা পরিচালনা করেন, অধ্যাপক শাহ আলম এবং আব্দুছ ছালাম, সহকারী অধ্যাপক দইখাওয়া আদর্শ কলেজ।
শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশন করেন, হাসানুজ্জামান লাজু, শৈলী রায়।
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সভাপতির বক্তব্যের মধ্যে দিয়ে আয়োজন বিকাল ০৪:৩০টায় সমাপ্ত হয়।