মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মুকসুদপুরে বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন পরিবেশ দুষণকারী অবৈধ সিসা তৈরীর কারখানায় জরিমানা চাঁদাবাজি বন্ধের দাবী জানিয়ে কাফনের কাপড় পড়ে মানববন্ধন মুকসুদপুরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি গঠন  জাপানের রাষ্ট্রদূতের সাথে আমীরে জামায়াতের বৈঠক অনুষ্ঠিত লোহাগড়ায় জাল রশিদে চাঁদাবাজির অভিযোগ অসাধু চক্রের বিরুদ্ধে ইরানে ডজনখানেক বিমান হামলা!জানালো ইসরাইলি সেনাবাহিনী উন্নয়নে বাধা দিল প্রভাবশালীরা! প্রাণনাশের হুমকিতে থানায় অভিযোগ দেশের পুঁজিবাজারে ইরানে মার্কিন হামলার প্রভাব

ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি আশুলিয়া থানার সোহরাব।

মোঃ রিপন মিয়া / ১১৯ সময়
আপডেট: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

স্টাফ রিপোর্টার : ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন আশুলিয়া থানার ওসি মুহাম্মদ সোহরাব আল হোসাইন। ২০২৪ সালের ২০ এপ্রিল দায়িত্ব গ্রহণের পর থেকেই তাঁর সুদক্ষ নেতৃত্বে আশুলিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে এসেছে চোখে পড়ার মতো পরিবর্তন, যা অপরাধ দমন এবং সাধারণ মানুষের আস্থা ফেরাতে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

সম্প্রতি এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডে তাঁর দ্রুত পদক্ষেপ সবার নজর কেড়েছে। এক মাদকাসক্ত যুবক নিজের মাকে কুপিয়ে হত্যার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেন ওসি সোহরাব এবং খুব অল্প সময়ের মধ্যে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হন। এই কঠোর অবস্থান এলাকাবাসীর মধ্যে ফিরিয়ে এনেছে পুলিশের প্রতি আস্তা।

ওসি সোহরাব আল হোসাইন থানায় দালালচক্র নির্মূলেও নিয়েছেন কড়া পদক্ষেপ। থানার কার্যক্রমে স্বচ্ছতা আনয়ন এবং দুর্নীতির বিরুদ্ধে তাঁর ‘জিরো টলারেন্স’ নীতি জনসাধারণের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তাঁর নেতৃত্বে আশুলিয়া থানায় এখন কোনো অবৈধ সুবিধা কিংবা দালালি কর্মকাণ্ড চালানো প্রায় অসম্ভব, যা একসময় এলাকাটির বড় সমস্যা হিসেবে বিবেচিত ছিল।

ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে তাঁর এই সম্মাননা তাঁর কর্মদক্ষতা, সততা ও জনসেবার প্রতি প্রতিশ্রুতির স্বীকৃতি হিসেবেই দেখা হচ্ছে। সম্প্রতি অনেকের ফেসবুকে ওসি সোহরাবের সাফল্য এবং জনগণের সঙ্গে তাঁর আন্তরিক সম্পর্কের বিষয়টি তুলে ধরা হয়েছে।

ওসি সোহরাব আল হোসাইন বলেন, “আমরা আইনের শাসন প্রতিষ্ঠা এবং পুলিশের প্রতি মানুষের আস্থা ফেরাতে নিরলসভাবে কাজ করছি। আমাদের লক্ষ্য হলো আশুলিয়াকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও দালালমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা।

ওসি মুহাম্মদ সোহরাব আল হোসাইনের নেতৃত্বে আশুলিয়া থানায় যে পরিবর্তন সূচিত হয়েছে, তা শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়, বরং মানুষের মনে আস্থা ও নিরাপত্তা ফিরিয়ে আনতেও এক মাইলফলক হয়ে থাকবে। তাঁর সততা, সাহসিকতা এবং নিষ্ঠার মাধ্যমে ঢাকা জেলায় পুলিশিংয়ের একটি নতুন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর