মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক চাপালো যুক্তরাষ্ট্র বিএনপির ৩১ দফা প্রচারে উত্তরখানে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত মুকসুদপুরের আইডিয়াল স্কুল–তেরাইসা রোডে খানাখন্দের রাজত্ব জীবন দিয়ে হলেও খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনা পালন করব-এস এম জাহাঙ্গীর আশুলিয়ায় সাব রেজিস্ট্রারের দুর্নীতির বিরুদ্ধে মানব্বন্ধন কমিশন কিছুই চাপিয়ে দেয় নি-অধ্যাপক আলী রীয়াজ আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই এতিম লালন-পালনের স্বার্থকতা আন্তর্জাতিক ইসলামী গবেষণা প্রতিনিধির সাথে ছাত্রশিবিরের মতবিনিময় সভা উত্তরা থানা জামায়াতের উদ্যোগে পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা মুকসুদপুরে নির্বাচনী প্রচার প্রচারণায় জামায়াত প্রার্থী মাওলানা আবদুল হামীদ

নিরাপত্তা ও সেবা দিতে প্রস্তুত ৩০০ ফিট কোরবানির পশুরহাট

এস. এম. নাহিদ : / ৭৪ সময়
আপডেট: রবিবার, ১ জুন, ২০২৫

রাজধানীর খিলক্ষেত থানাধীন ৩০০ ফিট এলাকায় সুর্মী এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় কোরবানির পশুর হাটে জমে উঠেছে কেনাবেচা। আধুনিক ব্যবস্থাপনা, কঠোর নিরাপত্তা ও সর্বোচ্চ সেবার মাধ্যমে এই হাট ইতিমধ্যেই নজর কেড়েছে ক্রেতা-বিক্রেতাদের।

৩০০ ফিট কোরবানির পশুরহাট নিরাপত্তা ও সেবায় সর্বোচ্চ প্রস্তুতি। ক্রেতা-বিক্রেতাদের স্বস্তিতে সেবা দিতে প্রস্তুত ৬০০ ভলান্টিয়ার

হাটজুড়ে স্থাপন করা হয়েছে উচ্চমানের সিসি ক্যামেরা, নজরদারি ড্রোন ও ওয়াচ টাওয়ার। রয়েছে অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম ও র‍্যাব-পুলিশের নিয়মিত টহল। লেনদেনে নিরাপত্তা নিশ্চিত করতে বসানো হয়েছে জাল টাকা শনাক্তকারী মেশিন।ভিড় সামাল ও সার্বিক ব্যবস্থাপনায় নিয়োজিত থাকবেন ৬০০ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক। পাশাপাশি পাইকারদের জন্য রয়েছে থাকা-খাওয়ার বিশেষ ব্যবস্থাও।তাছাড়া গাড়ি পার্কিংয়ের জন্যও রয়েছে উন্মুক্ত ময়দান।প্রবেশপথে থাকবে জীবাণুনাশক চেম্বার ও হ্যান্ড স্যানিটাইজিং সুবিধা। পশু স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে সার্বক্ষণিক মেডিকেল টিম ও ভেটেরিনারি অফিসারও নিয়োজিত থাকবেন। ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও হাট পরিচালনা কমিটির সদস্য দিদার আহমেদ মোল্লা জানান,এই হাটে ক্রেতা-বিক্রেতারা যেন সর্বোচ্চ সেবা ও নিরাপত্তা পান, তা আমরা নিশ্চিত করছি।

এদিকে সরেজমিনে পাবনা,নাটোর ঝিনাইদহ,কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত পাইকারদের
সঙ্গে আলাপকালে তারাও হাটের সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তায় সন্তুষ্টি প্রকাশ করেন।এবারই প্রথম এই ৩০০ ফিট গরুর হাটে ক্রেতা বিক্রেতা ও আগত দর্শনার্থীদের নিরাপত্তা ও সেবায় আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ৬০০ ভলেন্টিয়ার নিযুক্ত করেছেন সুর্মি এন্টারপ্রাইজের কর্ণধার ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মো: আক্তার হোসেন।হাটে আগতদের সর্বাত্মক সেবা ও নিরাপত্তাকে অতি গুরুত্বের সাথে বিবেচনা করে ৩০০ ফিটের এই হাটটি এখন রাজধানীর অন্যতম সুশৃঙ্খল ও নিরাপদ কোরবানির পশুর হাট হিসেবে পরিচিত হতে চলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর