মুকসুদপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ গ্রেফতার

বাংলাদেশ
বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযান
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় যৌথ বাহিনীর সফল অভিযানে এক কুখ্যাত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে।
বিশেষ প্রতিনিধি, মো: ছিরু মিয়া মুকসুদপুর গোপালগঞ্জ
সোমবার (২ জুন) দুপুরে কাশিয়ানি ক্যাম্পের আওতায় পরিচালিত এই অভিযানে উপজেলার গোহালা ইউনিয়নের মনিরকান্দি গ্রাম থেকে ফকরুল গাজী (৩৮) নামের একজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ফকরুল গাজী মনিরকান্দি গ্রামের রুস্তম গাজীর ছেলে। তার বিরুদ্ধে একাধিক থানায় ইয়াবা পাচার ও ধর্ষণের মামলা রয়েছে। স্থানীয়ভাবে তিনি একজন চিহ্নিত চাঁদাবাজ ও অপরাধী হিসেবে পরিচিত।
অভিযানে উদ্ধারকৃত আলামত:
অভিযানের সময় যৌথ বাহিনী তার বাড়িতে তল্লাশি চালিয়ে নিচের সামগ্রীগুলো জব্দ করে:
- ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট
- ২টি বড় রামদা
- ৪টি ছোট রামদা
- ১টি বল্লম
- ১টি ঘুপতি ছুরি
- ইয়াবা বিক্রির নগদ টাকা ৭,০৮০ টাকা
- মাদক ব্যবসায় ব্যবহৃত ২টি মোবাইল ফোন
ফকরুল গাজীর বিরুদ্ধে মুকসুদপুর ও আশেপাশের থানাগুলোতে একাধিক মামলা রয়েছে। পুলিশের ভাষ্যমতে, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং স্থানীয়ভাবে সাধারণ মানুষকে হুমকি দিয়ে অর্থ আদায় করতেন। এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী, তার ভয়ে বহু মানুষ মুখ খুলতে সাহস পেতেন না।
যৌথ বাহিনীর একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
গ্রেফতারকৃত ফকরুল গাজীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।