মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মুকসুদপুরে বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন পরিবেশ দুষণকারী অবৈধ সিসা তৈরীর কারখানায় জরিমানা চাঁদাবাজি বন্ধের দাবী জানিয়ে কাফনের কাপড় পড়ে মানববন্ধন মুকসুদপুরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি গঠন  জাপানের রাষ্ট্রদূতের সাথে আমীরে জামায়াতের বৈঠক অনুষ্ঠিত লোহাগড়ায় জাল রশিদে চাঁদাবাজির অভিযোগ অসাধু চক্রের বিরুদ্ধে ইরানে ডজনখানেক বিমান হামলা!জানালো ইসরাইলি সেনাবাহিনী উন্নয়নে বাধা দিল প্রভাবশালীরা! প্রাণনাশের হুমকিতে থানায় অভিযোগ দেশের পুঁজিবাজারে ইরানে মার্কিন হামলার প্রভাব

৩০০ফুট কোরবানির পশুর হাটে বেচাকেনার উত্তাপ, ক্রেতা-দর্শনার্থীর ঢল

নিজস্ব প্রতিবেদক / ৫৬ সময়
আপডেট: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

রাজধানীর ৩০০ ফিট কোরবানির পশুর হাটে বেচাকেনায় এখন সরগরম। দেশি গরু থেকে শুরু করে মাঝারি ও বড় আকারের পশুতে ভরপুর গোটা হাটে ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।পাইকাররা তাদের পশু নিয়ে ব্যস্ত, ক্রেতারা দরদাম করছেন। অনেকেই বলছেন, দাম সহনীয় পর্যায়ে থাকায় তারা সন্তুষ্ট। বিক্রেতারাও তাদের বেচাকেনায় সন্তুষ্টি প্রকাশ করছেন।

 

সুর্মী এন্টারপ্রাইজের তত্ত্বাবধানে পরিচালিত ৩০০ফিট কোরবানির পশুর হাটের অন্যতম আয়োজক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ আক্তার হোসেন বলেন, খিলক্ষেতবাসী তথা সকলের সহযোগিতায় এই কোরবানী পশুর হাট পরিচালিত হচ্ছে।নিরাপদ ও সুশৃংখল মনোরম পরিবেশ উপহার দেবার জন্য আইনশৃংখলা বাহিনী সহ সকলের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন।

এদিকে হাট পরিচালনা কমিটির অন্যতম সদস্য এবং ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার আহমেদ মোল্লা বলেন,ইতিপূর্বে যতবার এই ৩০০ ফিটে গরুর হাট হয়েছে তার মধ্যে প্রথমবারের মতো এবারই দর্শনার্থী ক্রেতা ও বিক্রেতাদের মনোরম পরিবেশে নিরাপদ কোরবানি পশুর হাট আমরা উপহার দিতে পেরেছি।এইজন্য আমি হাট কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম কর্মীদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।

 

এই হাটে আগত ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীদের নিরাপত্তা এবং সার্বিক সেবায় নিয়োজিত ভলান্টিয়ার পরিচালনাকারীদের অন্যতম সদস্য সিএম আনোয়ার জানান, এই হাটে বর্তমানে নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে অনেক জোরদার করা হয়েছে। হাটের মধ্যে বিভিন্ন পয়েন্টে আমাদের নিজস্ব ভলান্টিয়ার নিয়োজিত থাকায় হাটের পরিবেশ নিয়ন্ত্রণে রয়েছে। এমনকি সুষ্ঠু ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা নজরদারি থাকায় ক্রেতা-বিক্রেতা উভয়েই সন্তুষ্ট। ফলে হাটে এখন বেচাকেনার গতি আরও বেড়েছে।

৩০০ ফিট কোরবানির হাটে বেচাকেনার উত্তাপ ও ক্রেতা-দর্শনার্থীর ঢলে হাট এলাকা এখন উৎসবমুখর। ফলে মনোরম পরিবেশ এবং সুষ্ঠু ব্যবস্থাপনায় হাটে বেচাকেনা চলছে নির্বিঘ্নে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর