মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মুকসুদপুরে বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন পরিবেশ দুষণকারী অবৈধ সিসা তৈরীর কারখানায় জরিমানা চাঁদাবাজি বন্ধের দাবী জানিয়ে কাফনের কাপড় পড়ে মানববন্ধন মুকসুদপুরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি গঠন  জাপানের রাষ্ট্রদূতের সাথে আমীরে জামায়াতের বৈঠক অনুষ্ঠিত লোহাগড়ায় জাল রশিদে চাঁদাবাজির অভিযোগ অসাধু চক্রের বিরুদ্ধে ইরানে ডজনখানেক বিমান হামলা!জানালো ইসরাইলি সেনাবাহিনী উন্নয়নে বাধা দিল প্রভাবশালীরা! প্রাণনাশের হুমকিতে থানায় অভিযোগ দেশের পুঁজিবাজারে ইরানে মার্কিন হামলার প্রভাব

পদ্মা সেতুতে এবারের ঈদযাত্রায় টোল আদায়ের নতুন রেকর্ড গড়েছে সেতু কর্তৃপক্ষ

নজর বিডি.কম / ১১১ সময়
আপডেট: শুক্রবার, ৬ জুন, ২০২৫

বাংলাদেশ 

অর্থনীতি 

 

পদ্মা সেতুতে টোল আদায়ে রেকর্ড 

 

স্টাফ রিপোর্টার সুমাইয়া নূর প্রভা 

আপডেটঃ ০৬ জুন ২০২৫, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩২

দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত পদ্মা সেতুতে এবারের ঈদযাত্রায় টোল আদায়ের নতুন রেকর্ড গড়েছে সেতু কর্তৃপক্ষ। গত ২৪ ঘণ্টায় সেতু পারাপার হওয়া যানবাহন থেকে সর্বোচ্চ ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার টাকার টোল আদায় হয়েছে। শুক্রবার (৬ জুন) সকালে পদ্মা সেতু কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা সিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (৫ জুন) মোট ৫২ হাজার ৪৮৭টি যানবাহন পদ্মা সেতু পার হয়েছে। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে ৩৫ হাজার ৯৮৫টি এবং জাজিরা প্রান্ত দিয়ে ১৬ হাজার ৫০২টি যানবাহন সেতু অতিক্রম করেছে। যানবাহনের এই বিপুল চাপ এবং টোল আদায়ের পরিমাণ এটিই প্রমাণ করে যে, এবারের ঈদে পদ্মা সেতুর মাধ্যমে বিপুলসংখ্যক মানুষ দক্ষিণবঙ্গে যাতায়াত করেছেন।

পূর্ববর্তী রেকর্ড অনুযায়ী, ২০২২ সালের ২৬ জুন সর্বোচ্চ ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়েছিল পদ্মা সেতু দিয়ে। আর সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড ছিল ২০২৪ সালের ৯ এপ্রিল, যেদিন ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা টোল আদায় হয়েছিল। সেই তুলনায় এবারের ঈদযাত্রায় দুই দিক থেকেই নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

তিনি আরও জানান, এধরনের রেকর্ড দেশের উন্নয়ন ও সেতু ব্যবস্থাপনার একটি ইতিবাচক দিক তুলে ধরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর