দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মঈনুদ্দিন বিপ্লব

ঈদুল আজহা উপলক্ষে সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মো: মঈনুদ্দিন বিপ্লব এর পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন মোঃ জাকির হোসেন।
শুক্রবার (০৬ জুন) সাংবাদিকদের উপস্থিতিতে ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আশুলিয়া থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন এ শুভেচ্ছা জানান।
এ সময় তিনি আরো বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তাদের অব্যাহত সুখ ও স্বাচ্ছন্দ্য কামনা করি। ঈদ মোবারক।
তিনি বলেন, ঈদুল আজহা অর্থ ত্যাগের উৎসব। এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হলো ত্যাগ করা। পবিত্র গ্রন্থ আল কোরআনে বলা হয়েছে, মাংস বা রক্ত কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় তোমার মনের পবিত্র ইচ্ছা। বিশ্ববাসী মানুষের পবিত্র ইচ্ছা হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা। মানুষ আল্লাহর নৈকট্য লাভের জন্য পশু কোরবানি দেয়। আত্মশুদ্ধি, আত্মতৃপ্তি আর আত্মত্যাগের সুমহান বার্তা নিয়ে প্রতি বছরই ঘুরে আসে পবিত্র ঈদুল আজহা।
কোরবানি ঈদ বিশ্ব মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের দ্বিতীয়টি। উৎসব হলো সর্বজনীন, এর প্রাঙ্গণে সমবেত হয় সব মানুষ।
সবশেষে, ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি, সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতি ও সৌহার্দ্যরে মেলবন্ধন, মহান আল্লাহ তায়ালার দরবারে এমন প্রার্থনা জানান। ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আশুলিয়া থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন।