শ্রীনগরে বৌ-শ্বাশুড়ির দ্বন্দ্ব যখন চরমে!

৫জুন রোজ বৃহস্পতিবার বেলা আনুমানিক সাড়ে ১১ টায় পারিবারিক দ্বন্দ্বের পূর্ব জেরে শ্বাশুড়ি জীবন আক্তার (৫৫), ননাশ মনোয়ারা বেগম (৩৫) এবং ননাশের জামাই রুবেল (৩৭) যৌথহামলায় বউ বিয়া আক্তারকে মেরে রক্তাক্ত জখমসহ চরম আহতর ঘটনা ঘটেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ১। মোঃ রুবেল (৩৭), পিতা- অজ্ঞাত, সাং- বালাশুর বাজারের পাশে, ২। মনোয়ারা বেগম (৩৫), স্বামী- মোঃ রুবেল, পিতা- মৃত মজিবর রহমান, সাং- বালাশুর বাজারের পাশে, বর্তমান সাং- উত্তর কামারগাঁও আলামিন বাজার, ৩। জীবন আক্তার (৫৫), স্বামী- মৃত মজিবর রহমান, সাং- উত্তর কামারগাঁও আলামিন বাজার, সর্ব থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ গনদের বিরুদ্ধে
এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, উপরোক্ত ০১ নং বিবাদী সম্পর্কে আমার ননাশের স্বামী, ০২ নং বিবাদী ননাশ, ০৩ নং বিবাদী আমার শ্বাশুরি। পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়া বিবাদীদের সাথে আমার বিরোধ চলিতেছে । উক্ত বিরোধের জের ধরিয়া বিবাদীরা বিভিন্ন সময়ে আমার মারপিট করা খুন
জখমের হুমকী দিয়া আসিতেছিল। আমার স্বামী নেশাগ্রস্থ্য হওয়ার কারনে বিগত ০১ মাস আগে
বিবাদীরা আমার স্বামীকে অজ্ঞাতনামা একটি রিহ্যাব সেন্টার পাঠিয়ে দেয়। আমাকে আমার স্বামীর সন্ধান দেয় না এবং তার সাথে যোগাযোগ করিতে দেয় না। আমার স্বামীর মালিকানাধীন আলামিন বাজারস্থ ০২ টি দোকানের ভাড়া উঠাইয়া আমার সন্তানদের নিয়া কোনমতে জিবীকা নির্বাহ করিতেছি।
বিবাদীরা আমার স্বামীকে পরিকল্পনা করিয়া রিহ্যাব সেন্টারে প্রেরনের পূর্বে তাহার জায়গা সম্পত্তির
বায়নাপত্র করিয়া স্বাক্ষর রেখে দেয়, যাহা আমি জানতে পারিয়া বিবাদীদের বিরুদ্ধে থানায় জিডি করি ০৫/০৬/২০১৫ খ্রিঃ তারিখ বেলা অনুমান ১২.৩০ ঘটিকার সময় বিবাদীরা আমাকে উক্ত জিডি তুলে নিতে বলিলে আমি জিডি উঠাইতে অস্বীকার করিলে বিবাদীরা আমার ঘরের বৈদ্যুতিক সংযোগ কেটে দেয়। আমি লাইন ঠিক করায় বিবাদীরা আমার বসত বিল্ডিংয়ের সামনে আসিয়া আমাকে অশীল ভাষায় গালিগালাজ করিতে থাকে। আমি প্রতিবাদ করিলে ০৩ নং বিবাদীর হুকুমে ০১ নং বিবাদী আমাকে এলোপাথাড়ী কিলঘুষি ও চর থাপ্পর মারিয়া আমার গালে সহ শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা ও ঠোট ফাটাইয়া রক্তাক্ত জখম করে। ০২ ও ০৩ নং বিবাদীদ্বয় আমাকে চুলের মুঠি ধরিয়া টানাহেচড়া করে এবং মারপিট করে আহত করে। আমার ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন আগাইয়া আসিতে থাকিলে বিবাদীরা আমাকে জিডি তুলে না নিলে এবং মারপিটের ঘটনায় মামলা করিলে আমাকে খুন করে ফেলার হুমকী দেয়। পরে আমি শ্রীনগর সরকারি হাসপাতালে যাইয়া চিকিৎসা গ্রহন করি।
এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ সাকিল আহমেদ জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব।