জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করলেন প্রধান উপদেষ্টা

শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় নির্ধারিত সময়েই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদুল আজহার নামাজের জামাত শেষে প্রধান উপদেষ্টা উপস্থিত মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং হাত মেলান। এ সময় প্রধান উপদেষ্টা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। দেশের মঙ্গলের জন্য আপনারা সবাই দোয়া করবেন।
পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে জাতীয় ঈদগাহ কানায় কানায় ভর্তি ছিল। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরাসহ প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জাতীয় ঈদগাহের জামাতে অংশ নেন এবং নামাজ আদায় করেন।
এদিকে জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টার নামাজে অংশগ্রহণের কারণে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। আগে থেকেই র্যাব, পুলিশসহ বিভিন্ন বাহিনীর বিপুলসংখ্যক নিরাপত্তা সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন ছিল।