ঈদের পরদিন আবার চালু হলো মেট্রোরেল, কাঁচা মাংস বহনে নিষেধাজ্ঞা

রাজধানী
ঢাকা
আজ সকাল সাড়ে ৮টা থেকে ঢাকাবাসী ফের মেট্রোরেলে চলাচলের সুযোগ পাচ্ছেন
বিশেষ প্রতিনিধি মোঃ ছিরু মিয়া
প্রকাশঃ ৮ই জুন, ২০২৫ ইং ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
পবিত্র ঈদুল আজহার এক দিনের ছুটির পর আজ রোববার (৮ জুন ২০২৫) থেকে আবার চালু হয়েছে রাজধানীর মেট্রোরেল। সকাল সাড়ে ৮টা থেকে ঢাকাবাসী ফের মেট্রোরেলে চলাচলের সুযোগ পাচ্ছেন। ঈদের ছুটির দিন শনিবার সারাদেশের মতো মেট্রোরেল সেবাও ছিল বন্ধ।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে আজ মেট্রোরেল চালুর তথ্য জানায়। সেখানে জানানো হয়, ঈদের পরদিন রোববার সকাল থেকে মেট্রোরেল স্বাভাবিক নিয়মে চলবে, তবে যাত্রী নিরাপত্তা ও পরিবেশ রক্ষার স্বার্থে কিছু নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, মেট্রোরেলে কোরবানির পশুর চামড়া, কাঁচা বা রান্না করা মাংস বহন করে যাতায়াত করা যাবে না। এ নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রতিটি মেট্রোস্টেশনের প্রবেশপথে যাত্রীদের ব্যাগ ও মালপত্র তল্লাশি করা হবে। যদি কোনো যাত্রীর কাছে মাংসজাত দ্রব্য পাওয়া যায়, তাহলে তাঁকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হবে না।
এ বিষয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে মেট্রোরেলের অভ্যন্তরীণ পরিবেশ পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত রাখতে এবং অন্য যাত্রীদের ভোগান্তি রোধে।
অন্যদিকে ডিএমটিসিএল আরও জানায়, আগামীকাল সোমবার থেকে মেট্রোরেল চলবে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী। অর্থাৎ ঈদের ছুটির ধারাবাহিকতায় কিছুটা সীমিত সময়ের জন্য ট্রেন চলাচল করবে।
সব মিলিয়ে ঈদের উৎসব পরবর্তী সময়ে রাজধানীবাসীর যাতায়াত স্বচ্ছন্দ করতে ফের সচল হয়েছে মেট্রোরেল, তবে রয়েছে কড়া নিরাপত্তা ও নির্দেশনার বেষ্টনী।