মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মুকসুদপুরে বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন পরিবেশ দুষণকারী অবৈধ সিসা তৈরীর কারখানায় জরিমানা চাঁদাবাজি বন্ধের দাবী জানিয়ে কাফনের কাপড় পড়ে মানববন্ধন মুকসুদপুরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি গঠন  জাপানের রাষ্ট্রদূতের সাথে আমীরে জামায়াতের বৈঠক অনুষ্ঠিত লোহাগড়ায় জাল রশিদে চাঁদাবাজির অভিযোগ অসাধু চক্রের বিরুদ্ধে ইরানে ডজনখানেক বিমান হামলা!জানালো ইসরাইলি সেনাবাহিনী উন্নয়নে বাধা দিল প্রভাবশালীরা! প্রাণনাশের হুমকিতে থানায় অভিযোগ দেশের পুঁজিবাজারে ইরানে মার্কিন হামলার প্রভাব

মুকসুদপুরে বিএনপির পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নজরবিডি.কম / ১৬১ সময়
আপডেট: রবিবার, ৮ জুন, ২০২৫

বাংলাদেশ

মুকসুদপুর গোপালগঞ্জ 

বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, শহীদ আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত এবং বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে শহীদদের আত্মার শান্তি কামনা।

 

 

বিশেষ প্রতিনিধি মো: ছিরু মিয়া 

প্রকাশ: ৮ ই জুন ২০২৫, ০৮:২৩ পিএম, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কেন্দ্রীয়  ঈদগাহ মাঠে এক বিশাল দোয়া মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে মুকসুদপুর পৌরসভা বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহ। এই দোয়া মাহফিল আয়োজনের উদ্দেশ্য ছিল—বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, শহীদ আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত এবং বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে শহীদদের আত্মার শান্তি কামনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় যুবদলের ভাইস প্রেসিডিয়াম সদস্য মাহাবুবুল হাসান ভূঁইয়া পিংকু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নুরুজ্জামান এবং জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা এবং সাধারণ সম্পাদক শেখ সেলিম। এছাড়াও অংশ নেন মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বাসার টুলটু বিশ্বাস ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন শেখ, সহ-সভাপতি রবিউল ইসলাম মুন্সী ও মো. হিরু মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, পৌর যুবদলের আহ্বায়ক সাইদুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব ও সদস্য সচিব কাইয়ুম মুন্সী, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন এবং পৌর ছাত্রদলের সভাপতি মো. আশিক মুন্সী প্রমুখ উপস্থিত ছিলেন।

এই দোয়া মাহফিল ও পুনর্মিলনীতে মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার বিভিন্ন ইউনিটের বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। বিশাল এ জমায়েত ছিল দলীয় সংহতি, দোয়া এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের এক অনন্য উদাহরণ।

এই আয়োজনের মাধ্যমে মুকসুদপুরে বিএনপির সাংগঠনিক কার্যক্রমের সক্রিয়তা ও জনগণের সঙ্গে সম্পৃক্ততা স্পষ্টভাবে প্রতিফলিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর