অবৈধ স্নাইপার রাইফেল উদ্ধার করেছে সেনাবাহিনী

বাংলাদেশ
নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া থেকে একটি স্নাইপার রাইফেল উদ্ধার করে সেনাবাহিনী
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুন ২০২৫
গত ৮ জুন ২০২৫, রোববার দিবাগত রাতে নড়াইল জেলার কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে সেনাবাহিনী এক সফল অভিযান পরিচালনা করে একটি অবৈধ ৪.৫ ক্যালিবারের স্নাইপার নাইট্রো রাইফেল (টেলিস্কোপ ও সাইলেন্সারসহ) উদ্ধার করেছে।
বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, স্থানীয় একজন ব্যক্তি, সোহান মোল্যা, উক্ত অবৈধ অস্ত্র ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করছিলেন। এর প্রেক্ষিতে রাতের অভিযানে সেনাবাহিনী তাঁর বাড়িতে তল্লাশি চালায়। অভিযানের সময় সোহানের বিছানার নিচে লুকিয়ে রাখা রাইফেলটি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তি উপস্থিত না থাকায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত অস্ত্রটি সেনাবাহিনীর পক্ষ থেকে কালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন জানান, আদালতের অনুমতি সাপেক্ষে অস্ত্রটি পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সেনাবাহিনী এই ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় অভিযান অব্যাহত থাকবে।