মুকসুদপুরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ১ জন নিহত, ৩ জন গুরুতর আহত

বাংলাদেশ
দূর্ঘটনা, মুকসুদপুর, গোপালগঞ্জ
বিশেষ প্রতিনিধি মো: ছিরু মিয়া
আজ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন।
সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের দাসের হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় একটি প্রাইভেটকার ও সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলেই প্রচণ্ড শব্দে সংঘর্ষ ঘটে, যার ফলে প্রাইভেটকারটি চুরমার হয়ে যায় এবং গাড়ির ভিতরে থাকা চারজন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় একজন যাত্রীর মৃত্যু হয়। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অপর তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রাইভেটকারটি দ্রুত গতিতে চলছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা সোহাগ পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষ হয়। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনা তদন্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
এই দুর্ঘটনার ফলে মহাসড়কে সাময়িক যানজট সৃষ্টি হলেও পুলিশ দ্রুত তা নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনা নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে মুকসুদপুর থানা পুলিশ।