মুকসুদপুরে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার বিতরণ

বাংলাদেশ
মুকসুদপুর গোপালগঞ্জ
মুকসুদপুরে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণে উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিশেষ প্রতিনিধি মো: ছিরু মিয়া
২০২৪-২৫ খরিদ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন (উফশী) ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৮ জুন বুধবার দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের আলোচনা সভা ও শুভ উদ্ধোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড: মো: মোকতার হোসেন।

প্রধান অতিথি হিসেবে ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড: মো: মোকতার হোসেন।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ: কাদের সরদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার।
স্বাগতম বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: বাহাউদ্দীন শেক। উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুনমুন সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আয়েশা সিদ্দিকী,উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান,উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রুহুল কুদ্দুস আহম্মেদ,মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম প্রমূখ।
মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: বাহাউদ্দিন শেখ জানান, এবছর মুকসুদপুর উপজেলার ২০২৪-২৫ খরিদ-২মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন (উফশী) ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নে ২৭৬ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে প্রত্যেকে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএমপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে।