বিএনপি ক্ষমতায় আসলে সাংবাদিকদের কল্যাণে কাজ করবে:মোস্তফা জামান

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোস্তফা জামান, সদস্য সচিব – ঢাকা মহানগর উত্তর বিএনপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মো: আফাজ উদ্দিন আফাজ, যুগ্ম আহবায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি।প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, মো:হেলাল তালুকদার, সভাপতি, বাংলাদেশ দোকান মালিক সমিতি উত্তরা জোন, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন শেখ মো: মিজানুর রহমান, অতিরিক্ত ডিআইজি -বাংলাদেশ পুলিশ।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলাউদ্দিন সরকার টিপু,সদস্য ( সাবেক) মহানগর উত্তর বিএনপি,উত্তরা প্রেসক্লাবের সভাপতি, আলাউদ্দিন আল আজাদ ও সাধারন সম্পাদক,আরিফুল ইসলাম,
মহাযুগের নির্বাহী সম্পাদক, মো:সাইফুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন উত্তরা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মোস্তফা জামান বলেন, আগামীদিনে বিএনপি ক্ষমতায় আসলে সাংবাদিকদের কল্যাণে কাজ করবে। অতীতে সাংবাদিকতাকে শোষনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে।বিগত সরকার সাংবাদিক সমাজের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে, সাগর রাণী হত্যাকাণ্ডে তারা বিচার করতে পারে নাই। আমরা ভবিষ্যৎ বাংলাদেশে তোষামোদি সাংবাদিকতা দেখতে চাই না। আমরা চাই সাংবাদিকেরা রাষ্ট্রের নীতি নির্ধারকের চোখে চোখ রেখে প্রশ্ন করবে। আগামী দিনে যদি আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসি সাংবাদিকদের কল্যাণে কাজ করবো এবং উত্তরা প্রেসক্লাবের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
সভাপতির বক্তব্য দৈনিক মহাযুগ পত্রিকার সম্পাদক, ফরিদ আহমেদ নয়ন বলেন, সাংবাদিকদের কল্যাণে সবসময় রাজনৈতিক ব্যক্তিবর্গকে আমরা পাশে চাই।এসময় দৈনিক মহাযুগ পত্রিকার আয়োজনে বেসিক মোজো জার্নালিজম ও সাংবাদিকদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে আসার জন্য অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানান সম্পাদক ফরিদ আহমেদ নয়ন।
দুপুরে খাওয়া দাওয়া শেষে মোবাইল জার্নালিজম বেসিক ট্রেনিং দেন,সাব্বির আহমেদ,মোজো এডিটর-ইন-চিফ,বাংলাদেশ টাইমস। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন, টঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল।