মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক চাপালো যুক্তরাষ্ট্র বিএনপির ৩১ দফা প্রচারে উত্তরখানে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত মুকসুদপুরের আইডিয়াল স্কুল–তেরাইসা রোডে খানাখন্দের রাজত্ব জীবন দিয়ে হলেও খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনা পালন করব-এস এম জাহাঙ্গীর আশুলিয়ায় সাব রেজিস্ট্রারের দুর্নীতির বিরুদ্ধে মানব্বন্ধন কমিশন কিছুই চাপিয়ে দেয় নি-অধ্যাপক আলী রীয়াজ আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই এতিম লালন-পালনের স্বার্থকতা আন্তর্জাতিক ইসলামী গবেষণা প্রতিনিধির সাথে ছাত্রশিবিরের মতবিনিময় সভা উত্তরা থানা জামায়াতের উদ্যোগে পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা মুকসুদপুরে নির্বাচনী প্রচার প্রচারণায় জামায়াত প্রার্থী মাওলানা আবদুল হামীদ

দেশের পুঁজিবাজারে ইরানে মার্কিন হামলার প্রভাব

রিপোর্টার নাম: / ৪১ সময়
আপডেট: রবিবার, ২২ জুন, ২০২৫

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২২ জুন) পুঁজিবাজারে সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে। ইরানে মার্কিন হামলার প্রভাবে দেশের পুঁজিবাজারে এ পতন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

এদিকে লেনদেন শুরুর আগেই ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা হামলার খবর ছড়িয়ে পড়লে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় দেশের পুঁজিবাজারে সূচকের বড় পতন হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ ব্যাপারে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত পরিষদের সভাপতি আ ন ম আতাউল্লাহ নাঈম বলেন, এতদিন ইরান-ইসরাইল যুদ্ধ স্বাভাবিকভাবে নিয়েছিলেন বিনিয়োগকারীরা। কিন্তু আমেরিকা এই যুদ্ধে জড়িয়ে পড়ায় আতঙ্ক দেখা দেয়। বিশ্বের অর্থনীতিটা অনেকটা আমেরিকা নির্ভর আমরাও এর বাইরে না। সুতরাং লেনদেন শুরুর আগেই ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা হামলার খবর ছড়িয়ে পড়লে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে লেনদেনের শুরুতেই বাজারে শেয়ার বিক্রির চাপ বাড়ায় সূচকের বড় পতন হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অন্যদিকে বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৭৬ পয়েন্ট কমে চার হাজার ৬৭৭ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ২১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৩ পয়েন্ট কমে যথাক্রমে ১০১৬ ও ১৭৫৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ২৭১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ৩৪ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন ডিএসইতে ৩০৫ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

রোববার ডিএসইতে ৩৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬টি কোম্পানির, কমেছে ৩৬৫টি এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানগুলো, লাভেলো আইসক্রিম, বিচ হ্যাচারি, ব্র‌্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, ফাইন ফুডস, উত্তরা ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সিটি ব্যাংক, অরিয়ন ইনফিউশন ও বিএটিবিসি।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৭১ পয়েন্ট কমে  অবস্থান করছে ১৩ হাজার ৯৯ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২০৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৯টির, কমেছে ১৫৬টি এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির কোম্পানির শেয়ার দর।

রোববার সিএসইতে ৩১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ২০ কোটি  টাকার লেনদেন বেড়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর