মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক চাপালো যুক্তরাষ্ট্র বিএনপির ৩১ দফা প্রচারে উত্তরখানে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত মুকসুদপুরের আইডিয়াল স্কুল–তেরাইসা রোডে খানাখন্দের রাজত্ব জীবন দিয়ে হলেও খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনা পালন করব-এস এম জাহাঙ্গীর আশুলিয়ায় সাব রেজিস্ট্রারের দুর্নীতির বিরুদ্ধে মানব্বন্ধন কমিশন কিছুই চাপিয়ে দেয় নি-অধ্যাপক আলী রীয়াজ আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই এতিম লালন-পালনের স্বার্থকতা আন্তর্জাতিক ইসলামী গবেষণা প্রতিনিধির সাথে ছাত্রশিবিরের মতবিনিময় সভা উত্তরা থানা জামায়াতের উদ্যোগে পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা মুকসুদপুরে নির্বাচনী প্রচার প্রচারণায় জামায়াত প্রার্থী মাওলানা আবদুল হামীদ

মুকসুদপুরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি, মো: ছিরু মিয়া / ১০৪ সময়
আপডেট: সোমবার, ২৩ জুন, ২০২৫

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ২২ জুন, রবিবার বিকেলে মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান এবং সঞ্চালনা করেন মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, সহ-সভাপতি আব্দুল আউয়াল ফকির, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস এবং দিগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল আলম হিরু।

বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করা জরুরি। বক্তারা নতুন সদস্য সংগ্রহ এবং পুরনো সদস্যদের নবায়নের মাধ্যমে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি সেলিমুজ্জামান সেলিম আনুষ্ঠানিকভাবে মুকসুদপুর উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। তিনি এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এই কার্যক্রম শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনের ভিত্তি গড়ে তোলার অংশ। তৃণমূল পর্যায়ে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে বিএনপিকে একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে মুকসুদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও সদস্য সংগ্রহ কার্যক্রমের এই আয়োজনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ পরিলক্ষিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর