চাঁদাবাজি বন্ধের দাবী জানিয়ে কাফনের কাপড় পড়ে মানববন্ধন

আশুলিয়ার বাইপাইল স্ট্যান্ড এলাকার সাধারণ ব্যবসায়ীর জানমাল রক্ষা এবং সকল ধরণের চাঁদাবাজি বন্ধের দাবী জানিয়ে কাফনের কাপড় পড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ ব্যবসায়ী ও পরিবহণ শ্রমিকরা।
এসময় টিপু সুলতানসহ তার সহযোগীদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানান ভুক্তভোগীরা। দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ডে সাধারণ ব্যবসায়ী ও পরিবহণ শ্রমিকের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আশুলিয়ার বাইপাইল এলাকার সাধারণ ব্যবসায়ী ও পরিবহণ শ্রমিকরা চাঁদাবাজ হাতকাটা টিপু সুলতানের আতঙ্কে থাকে। ঈদের আগে থেকে তার নেতৃত্বে পারভেজ, মাসুদ, কামাল সহ তার বাহিনীর লোকজন প্রতিনিয়ত হুমকি সহ মারধর করে যাচ্ছে।
এসব ঘটনায় আশুলিয়া থানায় ভুক্তভোগীরা বার বার অভিযোগ করলেও কোন মামলা বা এটি প্রতিহতের কোন ব্যবস্থা গ্রহণ করেনি। এতে কোনো উপায় না পেয়ে মানববন্ধন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়।
এসময় নূরুল ইসলাম দেওয়ানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শ্রমিকদলের ধামসোনা ইউনিয়নের সভাপতি আবিদুর রহমান পাষান, জুবায়ের হোসেন সহ বাইপাইল এলাকার সাধারণ ব্যবসায়ী ও পরিবহণ শ্রমিকরা।