মুকসুদপুরে বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ২০২৪-২৫ সালের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এক জমজমাট ক্রিকেট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গোপালগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গত ২২ জুন মুকসুদপুর উপজেলা মিনি স্টেডিয়ামে এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া মনোভাব গড়ে তোলার পাশাপাশি দলগত কাজের দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ভলিবল প্রতিযোগিতার ফলাফলে সরকারি সাবের মিয়া জসীমউদ্দীন উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, মহারাজপুর উচ্চ বিদ্যালয় রানার-আপ হওয়ার সম্মান লাভ করে। উভয় দলের খেলোয়াড়দের পারফরম্যান্স প্রশংসিত হয়।

ছবি: নজরবিডি
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার। তিনি বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন ক্রীড়া আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

ছবি: নজরবিডি
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ শাহীন সুলতান রাজা, জেলা ক্রীড়া অফিসার, গোপালগঞ্জ। তিনি ক্রীড়াঙ্গনে শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে এমন প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন এবং জেলা ক্রীড়া অফিস থেকে ধারাবাহিকভাবে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: সায়াদ উদ্দিন আহমেদ আরও বিশেষ অতিথি হিসেবে গোপালগঞ্জ জেলার বিভিন্ন দায়িত্বশীল কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকগণ উপস্থিত ছিলেন. ক্রীড়া প্রতিযোগিতাটি স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।