অধ্যাপক ড. ইউনূসের ৮৫ তম জন্মদিন, শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ৮৫তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে তারেক রহমানের পক্ষ থেকে একটি ফুলের তোড়া ও কেক পাঠানো হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে। বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার এই শুভেচ্ছা উপহার পৌঁছে দেন।
প্রধান উপদেষ্টার সামরিক সচিব মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিম ফুল ও কেক গ্রহণ করেন। অধ্যাপক ইউনূস এ সময় তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান।
বিএনপির মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়।
উল্লেখ্য, অধ্যাপক মুহাম্মদ ইউনূস ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম দুলা মিঞা সওদাগর এবং মায়ের নাম সুফিয়া খাতুন। এই বছরের ২৮ জুনে তিনি ৮৫ বছরে পদার্পণ করলেন।
নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ বর্তমানে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। জন্মদিন উপলক্ষে তার প্রতি বিভিন্ন মহলের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়।