৪র্থ শিল্পবিপ্লবের উপযোগী দক্ষতা অর্জনে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে

আন্তর্জাতিক সহযোগিতায় এগিয়ে আসছে বাংলাদেশ, লক্ষ্য যুব সমাজের উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধি
বাংলাদেশ সরকার চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও উদ্ভাবনী দক্ষতায় তরুণদের প্রস্তুত করতে সক্রিয় ভূমিকা রাখছে। এ লক্ষ্যে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ ও সহযোগিতা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মরক্কোর মারাকেশ শহরে দেশটির যুব, সংস্কৃতি ও যোগাযোগবিষয়ক মন্ত্রী মোহাম্মেদ মেহদি বেনসাইদের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ তথ্য জানান। আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের প্রায় অর্ধেক মানুষ তরুণ। তাদের দক্ষ করে গড়ে তুলতে সরকার কারিগরি ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের পাশাপাশি এআই ও চতুর্থ শিল্পবিপ্লব-ভিত্তিক প্রশিক্ষণের ওপর বিশেষ জোর দিচ্ছে।
বৈঠকে দুই দেশের মধ্যে যৌথভাবে কাজ করার সুযোগ ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। মরক্কোর যুবমন্ত্রী আগামী সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় গ্লোবাল ইয়ুথ সামিটে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন এবং যুব উন্নয়ন ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য পারস্পরিক সহযোগিতাকে আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বর্তমানে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশ নিতে মারাকেশ সফরে রয়েছেন। সেখানে তিনি ওআইসিভুক্ত দেশগুলোর (মৌরিতানিয়া, জর্ডান, গাম্বিয়া, জিবুতি প্রমুখ) প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে মতবিনিময় করেন।
বাংলাদেশ সরকারের এই উদ্যোগ প্রমাণ করে, বৈশ্বিক প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দেশের তরুণদের উপযোগী করে গড়ে তোলার পথে আন্তর্জাতিক সহযোগিতা এবং কূটনৈতিক সংযোগ এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।