গাজীপুরে গার্মেন্টস শ্রমিক হৃদয় হত্যা: মূলহোতা বেল্লাল গ্রেফতার

চোর সন্দেহে গার্মেন্টস শ্রমিককে পিটিয়ে হত্যা — গ্রেফতার মূল অভিযুক্ত সিকিউরিটি ইনচার্জ বেল্লাল
গাজীপুরের কোনাবাড়ীতে চুরির সন্দেহে পিটিয়ে হত্যা করা পোশাক শ্রমিক হৃদয় (১৯) হত্যাকাণ্ডের মূলহোতা হিসেবে অভিযুক্ত বেল্লাল হোসেন বেলাল (৪৩)–কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা।
র্যাব সূত্র জানায়, নিহত হৃদয় গাজীপুরের কোনাবাড়ীতে অবস্থিত গ্রিনল্যান্ড গার্মেন্টস লিমিটেডে কর্মরত ছিলেন। গত কিছুদিন আগে কারখানার ভেতরে চুরির অভিযোগ উঠলে তাকে সন্দেহ করে কয়েকজন শ্রমিক ও কর্মকর্তা। এরপর ১৯ বছর বয়সী হৃদয়কে আটক করে নির্মমভাবে মারধর করা হয়।
প্রচণ্ড মারধরের একপর্যায়ে হৃদয় গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় হৃদয়ের পরিবার থানায় মামলা দায়ের করে। মামলার পরিপ্রেক্ষিতে তদন্তে নামে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার (৩০ জুন) রাতের দিকে বেল্লাল হোসেনকে গ্রেফতার করে র্যাব-১ এর একটি দল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেল্লাল হৃদয়কে মারধরের নেতৃত্ব দিয়েছিলেন বলে স্বীকার করেছেন।
র্যাব জানায়, গ্রেফতার বেল্লাল গার্মেন্টসটির সিকিউরিটি ইনচার্জ ছিলেন এবং পূর্বেও তার বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শ্রমিকদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে অনেকেই সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছে।
অন্যায়ভাবে হত্যার বিচার এবং জড়িতদের দ্রুত শাস্তির দাবিতে হৃদয়ের পরিবার ও সহকর্মীরা সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।