তাপসী তাবাসসুম ঊর্মিকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত

প্রধান উপদেষ্টাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করায় চাকরি হারালেন লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মি। বর্তমানে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) এবং সাময়িক বরখাস্ত থাকা এ কর্মকর্তাকে আজ বুধবার স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রধান উপদেষ্টাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করায় চাকরি হারালেন লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মি। বর্তমানে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) এবং সাময়িক বরখাস্ত থাকা এ কর্মকর্তাকে আজ বুধবার স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
আজ ২ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, গত বছরের ৬ অক্টোবর তাপসী তাবাসসুম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রধান উপদেষ্টার একটি বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। এতে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বলে অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। এ ঘটনায় ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এর ৩(খ) ধারায় ‘অসদাচরণ’ এর অভিযোগে বিভাগীয় মামলা হয়।
প্রথম দফায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে তিনি নিরাপত্তার কারণ দেখিয়ে ব্যক্তিগত শুনানিতে অংশ না নিয়ে লিখিত জবাব প্রদান করেন। তার জবাব সন্তোষজনক না হওয়ায় তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্তে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়। এরপর বিধিমালার অধীন গুরুদণ্ড হিসেবে ‘চাকরি হতে বরখাস্তকরণ’ সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং তাকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।
তদন্ত প্রতিবেদন, দ্বিতীয় কারণ দর্শানোর জবাব, পারিপার্শ্বিকতা এবং বিভাগীয় মামলার নথি পর্যালোচনা করে তার বিরুদ্ধে আনা অসদাচরণের অভিযোগ পুনরায় প্রমাণিত হয়। ফলে বিধিমালার ৪(৩)(ক) অনুযায়ী তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
তাপসী তার ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে লিখেছিলেন:
“সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।”
এই স্ট্যাটাসটি ব্যাপকভাবে সমালোচিত হয়।
এর আগেও তিনি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এবং শহীদ আবু সাঈদকে নিয়ে বিরূপ মন্তব্য করে একাধিক ফেসবুক পোস্ট দেন। এছাড়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব কর্মকাণ্ডের প্রেক্ষিতে গত ৬ অক্টোবর তাকে ওএসডি করা হয় এবং পরদিন সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি হয়। বর্তমানে তার বিরুদ্ধে আদালতে মামলাও চলমান রয়েছে।
একজন প্রশাসনিক কর্মকর্তার দায়িত্বশীল অবস্থান থেকে সামাজিক মাধ্যমে এমন বিতর্কিত মন্তব্য করায় তাকে সরকারি চাকরি বিধিমালার আওতায় কঠোর শাস্তি পেতে হলো। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত প্রশাসনের শৃঙ্খলা রক্ষায় একটি নজির হয়ে থাকবে।