মোটরচালিত রিকসার ধাক্কায় কাভার্ডভ্যান চাপায় শিশু নিহত

রাজধানীর মিরপুরে মোটরচালিত রিকশার ধাক্কার পর কাভার্ড ভ্যানচাপায় একটি শিশু নিহত হয়েছে। তবে তার নাম পরিচয় জানতে পারেনি পুলিশ।
বুধবার (০২ জুলাই) বিকেলে সাড়ে ৬টার দিকে মিরপুর ১১ নম্বরে পানির ট্যাংক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে রাস্তা বন্ধ করে ভাঙচুর করতে থাকে।
পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক আলী বলেন, এভিনিউ ৫-এর পানির ট্যাংক এলাকায় আট বছরের একটি শিশু সাইকেল চালাচ্ছিল সড়কে। তখন প্রথমে একটি মোটরচালিত রিকশা ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
পরে একটি কাভার্ড ভ্যান শিশুটাকে চাপা দেয়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ওই এলাকার বাসিন্দারা রাস্তায় যান চলাচল বন্ধ করে দিয়ে ভাঙচুর করতে থাকেন। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলেও জানান তিনি।
কাভার্ড ভ্যানচালককে আটক করা হয়েছে। এখনো মামলা হয়নি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এসআই মোবারক আলী।