মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক চাপালো যুক্তরাষ্ট্র বিএনপির ৩১ দফা প্রচারে উত্তরখানে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত মুকসুদপুরের আইডিয়াল স্কুল–তেরাইসা রোডে খানাখন্দের রাজত্ব জীবন দিয়ে হলেও খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনা পালন করব-এস এম জাহাঙ্গীর আশুলিয়ায় সাব রেজিস্ট্রারের দুর্নীতির বিরুদ্ধে মানব্বন্ধন কমিশন কিছুই চাপিয়ে দেয় নি-অধ্যাপক আলী রীয়াজ আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই এতিম লালন-পালনের স্বার্থকতা আন্তর্জাতিক ইসলামী গবেষণা প্রতিনিধির সাথে ছাত্রশিবিরের মতবিনিময় সভা উত্তরা থানা জামায়াতের উদ্যোগে পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা মুকসুদপুরে নির্বাচনী প্রচার প্রচারণায় জামায়াত প্রার্থী মাওলানা আবদুল হামীদ

চরপ্রসন্নদী গোডাউন রোডে দুর্ভোগ চরমে, দ্রুত সংস্কারের দাবি

স্টাফ রিপোর্টার, গাজী মো: নিয়ামুল ইসলাম / ৫৫ সময়
আপডেট: শনিবার, ৫ জুলাই, ২০২৫

মুকসুদপুর (গোপালগঞ্জ):

 

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা টেকেরহাট উত্তরপাড় চরপ্রসন্নদী গোডাউন রোড এখন চরম বেহাল অবস্থায় রয়েছে। প্রতিদিন এই রাস্তায় হাজারো যানবাহন ও পথচারী চলাচল করলেও দীর্ঘদিন ধরে সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

রাস্তাটির ব্যবহারকারী সাধারণ মানুষ, বিশেষ করে জামিয়া আরাবিয়া চরপ্রসন্নদী বড় মাদরাসা, একাধিক কেজি স্কুল, প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রতিদিনই যাতায়াত করতে হয় এই রাস্তায়। খানা-খন্দে ভরা এবং চলাচলের অনুপযোগী রাস্তাটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জন্য একটি বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

এছাড়া, অটোভ্যান ও রিকশাচালকরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানান। কারণ, রাস্তাটি চলাচলের অযোগ্য হওয়ায় যাত্রী পাওয়া যাচ্ছে না, যানবাহন নষ্ট হয়ে যাচ্ছে এবং যাত্রীরা বিকল্প পথ খুঁজে নিচ্ছেন।

ছবি: নজরবিডি.কম

স্থানীয়দের দাবি, এই সড়কটি শুধু স্থানীয় জনগণের নয়, বরং মাদরাসা ও স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মজীবীদের প্রতিদিনকার যাতায়াতের প্রধান রুট। তারা বলেন, “অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তাকে অবহেলা করা হচ্ছে। আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি— যেন দ্রুত এই রাস্তাটি সংস্কার করা হয়।”

স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর