বহুল আলোচিত মিল্টন সমাদ্দর গ্রেফতার
বহুল আলোচিত মিল্টন সমাদ্দর গ্রেফতার। ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগ।
বুধবার (১ মে) রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সন্ধ্যায় মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন প্রতারণার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ তার আশ্রমের ভেতর অপারেশন থিয়েটার রয়েছে। টর্সার সেল রয়েছে। এধরনের বিষয়গুলো নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তার বিরুদ্ধে অনেকগুললি অভিযোগ রয়েছে। সে তার বাবাকে মেরে এলাকা থেকে চলে আসে।সে একটা নার্স কে বিয়ে করে।পরে একটা ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রম খুলে।
সেখানে অপারেশন থিয়েটার খুলে সেখানে সে অপারেশন করে। কিন্তু তার কোন লাইসেন্স নাই। সে ইতিমধ্যে সে ৯০০ লাশ দাফন করেছে। এবং এগুলো রাতে কেন দাফন করেন। সেখানে দেখা গেছে যে লাশের কিডনির পাশে কাটা, রক্তের দাগ লেগে আছে। আর তার কেন্দ্রে যে লোক গুলো মারা যায় সেগুলো ডাক্তারের কোন সার্টিফিকেট নেয়া হতো না। নিজেই ডাক্তারের সার্টিফিকেট জাল করে নিজেই স্বাক্ষর করতেন। আর লাশ গুলি রাতে কেন দাফন করতেন বিষয়গুলি আমরা রিমান্ডের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করবো।