শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

ভাঙ্গা থেকে যশোর নতুন রেললাইন চালু হবে-রেলমন্ত্রী

ফরিদপুর / ৪২ সময়
আপডেট: শনিবার, ১৮ মে, ২০২৪

ফরিদপুরে ভাঙ্গা থেকে যশোর নতুন রেললাইন চালু হবে আগামী অক্টোবর মাসে বল্লেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম, ভাঙ্গার বামনকান্দা রেল জংশন আইকন আদলের টাওয়ারের কাজ শেষ হবে সেপ্টেম্বর মাসে। আর ফরিদপুর জেলা সদরের চন্দনা কমিউটার ট্রেন থামানোর দাবিতে যে আন্দোলন হয়েছিল, তার আর করতে হবে না।

শনিবার (১৮ মে) সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বামনকান্দা রেল জংশন পরিদর্শনে গিয়ে এ কথা বলেন রেলমন্ত্রী।

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত রেল সড়ক চালু করার সিদ্ধান্ত দ্রুত নেওয়া হবে। ভাঙ্গা থেকে যশোর হয়ে বেনাপোল রেল সড়কে নতুন ট্রেন দেওয়া হবে। চন্দনা ট্রেনের থামানোর রিসিডিউল দিয়ে দেব।

এ সময় আরও উপস্থিত ছিলেন, রেল সচিব হুমায়ুন কবির, প্রকল্প পরিচালক আফজাল হোসেন, রেল প্রকল্পের সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তারা, চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং করপোরেশনের (সিআরইসি) বিভিন্ন কর্মকর্তারা, রেলপ্রকল্পের বিভিন্ন কর্মকর্তারা, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিএম কুদরত এ খোদা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর