বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

আজ শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচন, চেয়ারম্যান পদে ক্লীন ইমেজে এগিয়ে মামুন

মুন্সিগঞ্জ প্রতিনিধি / ৩৭ সময়
আপডেট: বুধবার, ২৯ মে, ২০২৪

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে আজ ২৯শে মে বুধবার শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

ক্লীন ইমেজের কারনে সাধারণ ভোটারদের কাছে এগিয়ে রয়েছেন শ্রীনগর উপজেলা পরিষদ বর্তমান চেয়ারম্যান ও আ’লীগের সাধারণ সম্পাদক মসিউর রহমান মামুন। সাধারন ভোটারদের সাথে আলাপকালে এমন তথ্যই উঠে এসেছে। শ্রীনগর ইউনিয়নের তরুণ ভোটার আরধীপাড়া গ্রামের নয়ন লস্কর, দেউলভোগের মোশাররফ, সালাউদ্দিন অনু, সাবেক ইউপি সদস্য হামিদ তালুকদার বলেন, মসিউর রহমান মামুন শিক্ষিত, ব্যক্তিত্ববান ও দূর্ণীতিমুক্ত একজন ব্যক্তি। তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে ক্ষমতার অপব্যবহার করেছেন এমন কোন উদাহরণ নাই। এছাড়া তিনি বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক। রাজনৈতিকভাবেও অন্য দলের কোন নেতাকর্মীকে বিড়ম্বনায় ফেলেছেন তাও শুনিনি।

উপজেলা পরিষদ নির্বাচনে মসিউর রহমান মামুন ছাড়া চেয়ারম্যান পদে আরও ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরা হলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াহিদুর রহমান জিঠু তার প্রতিক আনারস এবং কোলাপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি এম মাহবুব উল্লাহ কিসমত। তাঁর প্রতীক দোয়াত কলম। তবে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুন শক্ত অবস্থানে রয়েছেন তার দূর্নীতিমুক্ত ব্যক্তি ইমেজের কারনে। যে কারনে তাঁর সঙ্গে রয়েছেন উপজেলার ১৪ ইউনিয়নের মধ্যে ১২ জন ইউপি চেয়ারম্যান।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে,এবারের নির্বাচন হবে প্রতিদ্বন্দিতামূলক। এই নির্বাচনে কেউ কাউকে ছাড় দেওয়ার সম্ভাবনা নেই।

ওয়াহিদুর রহমান জিঠু উপজেলার বর্তমান ভাইস চেয়ারম্যান। তিনি আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে লড়ছেন। আওয়ামী লীগের দু:সময়ে ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন তিনি। তার সমর্থকরা দাবি করেন,আমাদের বিশ্বাস আমরা নিরাশ হবো না,আমরা বিজয়ী হবো।

শ্রীনগর-সিরাজদিখান উপজেলার দ্বায়িত্ব থাকা সহকারী রিটার্নিং কর্মকর্তা অমিত কুমার দাস বলেন, অবাধ-নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরাপত্তার সর্বাত্বক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি ভোটারদের কেন্দ্রে এসে নির্ভয়ে নিজের ভোটাধিকার প্রয়োগের আহব্বান জানিয়েছন।

এম মাহবুব উল্ল্যাহ কিসমত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য। হঠাৎ করে ইউনিয়ন পর্যায় থেকে উপজেলার রাজনীতির মাঠে তার উপস্থিতি ভোটারদের মধ্যে নানা আলোচনার জন্ম দিয়েছে। এছাড়া হঠাৎ করে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে ব্যক্তিগতভাবে দান করায় ভোটারদের মাঝে আলোচনায় রয়েছেন তিনি ।

জানা গেছে , প্রতীক বরাদ্দের পর কিসমত সমর্থকের মাধ্যমে ভোটারদের মধ্যে ষোলঘর ও আটপাড়া ইউনিয়নে টাকা বিতরণ করার সময় ধারণ করা ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। যা পত্রিকায় সংবাদ শিরোনাম হয়েছে।

রাঢ়ীখাল ইউনিয়নের মনিদাস পাড়ার মন্দিরের সাধারণ সম্পাদক তপন মনিদাসকে তাদের মন্দিরে সম্প্রতি কিসমতের অনুদান বিষয়ে জানতে প্রশ্ন করা হলে তিনি বলেন,আমাদের পুজার সময় কিসমত সাহেব কথা দিয়েছিলো, তাই আজ ২হাজার ৫শত ইট পাঠিয়েছে। নির্বাচনের পর আরও ৮শ কেজি রড, বালু ও সিমেন্ট পাঠাবে। তার বিনিময়ে আমরা ভোটের প্রতিশ্রুতি দিয়েছি।

নির্বাচনে সাংগঠনিক দক্ষতা আর বিগত নির্বাচনগুলোর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এগিয়ে রয়েছেন মশিউর রহমান মামুন ।

দ্বিতীয় বারের জন্য মশিউর রহমান মামুন কে কাপ পিরিচ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষ্যে “নিজে দূর্ণীতি করিনি, কোন দূর্ণীতিবাজকে প্রশ্রয়ও দেইনি, এই স্লোগানকে সামনে রেখে তিনি প্রতিনিয়ত করেছেন ওয়ার্ড পর্যায়ের উঠান বৈঠক। বিগত পাচ বছরে মামুনের উপজেলা পরিষদের দায়িত্ব পালনে সততা নিষ্ঠা এবং উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরায় বিবেকবান ও সুশীল সমাজ মামুনকে সমর্থন দিয়েছেন। এছাড়া শ্রীনগর উপজেলার আওয়ামী লীগের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিরাও রয়েছেন মসিউর রহমান মামুনের সাথে। এরা হলেন-শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুন্সিগন্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি নূরুল আলম চৌধুরী,জেলা আওয়ামীলীগের সহসভাপতি কাজী সামসুল আলম সবজল,সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সেলিম আহাম্মেদ ভুঁইয়া,কেন্দ্রীয় যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব জাকির হোসেন।

আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাকসুদ আলম ডাবলু,কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন খান,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি গোলাম সরোয়ার মামুন,কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল,কেন্দ্রীয় আওয়ামী লীগ উপকমিটির সদস্য ব্যারিষ্টার গোলাম কিবরিয়া শিমুল,বিকল্প ধারার সাবেক কেন্দ্রীয় নেতা ডাঃ আব্দুল হাকিম সহ উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,ছাত্র লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের অধিকাংশ নেতা-কর্মীরা। যারা মাঠে রয়েছেন কাপ পিরিচের প্রচারনায়।

নির্বাচনে শ্রীনগর উপজেলার জমজমাট প্রচার-প্রচারণায় ভোটারদের মাঝে উৎসব বিরাজ করলেও তন্তর ইউনিয়নের পানিয়া ও কাননীসার এলাকায় ভোটের দিন কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন হবে এই নিয়ে উদ্বিগ্ন উপজেলার সচেতন নাগরিকরা। এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী কিসমতের সমর্থক। গত শনিবার পানিয়ায় কাপপিরিচ ও দোয়াত কলম প্রতীকের সমর্থকদের মাঝে উত্তেজনার পরে ভোটার হুমকি দেওয়ার বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়।

শ্রীনগর-সিরাজদিখান উপজেলার দ্বায়িত্ব থাকা সহকারী রিটার্নিং কর্মকর্তা অমিত কুমার দাস বলেন, অবাধ-নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরাপত্তার সর্বাত্বক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি ভোটারদের কেন্দ্রে এসে নির্ভয়ে নিজের ভোটাধিকার প্রয়োগের আহব্বান জানিয়েছন।

=======


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর