ভাটারা হতে জাল টাকা মদসহ গ্রেফতার ১
রাজধানীর ভাটারা থানাধীন এলাকা হতে জাল টাকা এবং বিপুল পরিমাণ বিদেশী বিয়ার বহনকারী প্রাইভেটকার সহ ১জন’কে আটক করেছে র্যাব-১।
মাদকাসক্তি একটি বহুমাত্রিক সামাজিক সমস্যা। এ সমস্যা ক্রমশঃ বিস্তৃত হচ্ছে ব্যক্তি হতে পরিবার, পরিবার হতে সমাজে, সমাজ হতে রাষ্ট্রে। “চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই ¯গানে উজ্জীবিত হয়ে র্যাব ফোর্সেস মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। এই পর্যন্ত র্যাব বিপুল পরিমান দেশী/বিদেশী অবৈধ মাদক (ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, হেরোইন দেশি-বিদেশী মদ, বিয়ার) উদ্ধার করেছে।
এছাড়াও এক শ্রেণীর অসাধু চক্র বাংলাদেশী জালনোট তৈরী করে সাধারণ মানুয়ের সাথে প্রতারণা করে আসছে। সাম্প্রতিকালে জাল টাকা তৈরির সাথে বেশ কয়েকটি চক্র জড়িত আছে বলে গোয়েন্দা সূত্রে জানা যায়। এই চক্রগুলো জাল টাকা তৈরি করে নির্দিষ্ট কয়েকজন সদস্য দিয়ে আসল টাকার ভেতর জাল টাকা মিলিয়ে দিয়ে সহজ সরল মানুষকে নিঃস্ব করে দিচ্ছে। র্যাব সবসময় এধরণের অপরাধীদের গ্রেফতার করে সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ৩০ মে ২০২৪ ইং তারিখ আনুমানিক ভোররাত ৪টার সময় র্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সূত্রের মাধ্যমে জানতে পারে যে, ঢাকা মহানগরীর ভাটারা থানাধীন এলাকায় একটি চক্র মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় সহ জাল টাকা তৈরি করে আসছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ঢাকা মহানগরীর ভাটারা থানাধীন হাউজ#২১, মাদানী এভিনিউ, সাঈদনগর, পূর্ব ভাটারা, ব্রাদার্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ নামীয় দোকানের সামনে পাকা রাস্তা উপর অভিযান পরিচালনা করে জালনোট তৈরী ও মাদক ব্যবসায়ী মোঃ সাইদুল ইসলাম সাগর (২৯), পিতা- মোঃ মোবারক মিয়া, থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা- ব্রাহ্মনবাড়িয়া’কে গ্রেফতার করে।
এসময় ধৃত আসামীর নিকট হতে দেশীয় তৈরী ২৩৪ ক্যান (৭৭ লিটার) বিয়ার, ৯৬ হাজার বাংলাদেশী জাল টাকা, ১টি মোবাইল ফোন, ১টি প্রাইভেটকার এবং নগদ- ৫৫০ টাকা উদ্ধার করা হয়।
আটককআটককৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ সাইদুল ইসলাম সাগর মূলত দীর্ঘদিন যাবৎ জাল টাকা এবং মাদক ব্যবসার সাথে জড়িত মর্মে স্বীকার করে। উদ্ধারকৃত বিয়ার, জাল টাকা ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
======