তিনজন ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার করেছে র্যাব-১
গাজীপুর থেকে তিনজন ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার করেছে র্যাব-১।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে একটি চক্র ভূয়া পুলিশ সদস্যের পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড করে আসছে। র্যাব সব সময়ই এই ধরনের দুষ্কৃতকারীদের বিরদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে তৎপর।
বিশ্বস্ত সূত্রে জানা যায় যে,কতিপয় ব্যক্তি পুলিশের পোশাক পরে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড (চাঁদাবাজি) করে চলেছে। তাদের নিকট পুলিশের পোষাক সহ অন্যান্য সরঞ্জামাদি রয়েছে, যা ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করছে।এরই ধারাবাহিকতায় ৩০ মে ২০২৪ ইং তারিখ সকাল আনুমানিক ১২টার দিকে র্যাব ১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে গড়গড়িয়া মাস্টার বাড়ী গীলারচালাস্থ কেন্দ্রীয় জামে মসজিদ এর সামনে খালি জায়গার উপর একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের কতিপয় সক্রিয় সদস্য ডিবি পুলিশ পরিচয়ে ডিবি পুলিশের জ্যাকেট পরিধান ও ডিবি পুলিশের ছদ্মবেশ ধারন করে স্থানীয় মানুষদের নিকট হইতে ইতোপূর্বে পুলিশী ভয়ভীতি প্রদর্শন করে টাকা পয়সা ইত্যাদি আদায় করতেছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ পরিচয়দানকারী সংঘবদ্ধ প্রতারক চক্রের দলনেতাসহ ০৩ জন সক্রিয় সদস্য আসামী ১) মোঃ ফারুক হোসেন(৫৫), পিতা- মৃত নজরুল ইসলাম, মাতা-ফাতেমা বেগম, সাং-মোখলেছপুর, ডাক-বাজনাহার, থানা-বিরল, জেলা-দিনাজপুর, বর্তমান ঠিকানা সাং-বড়দাইল(জিএম মসজিদ; সংলগ্ন), থানা-ধামরাইল, জেলা-ঢাকা, ২) মোঃ আলাউদ্দিন(৪৪) পিতা-মৃত আছের আলী, মাতা-মৃত আলেয়া বেগম, সাং- সরাতৈল, ডাক-কায়েমপুর, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ এবং ৩) মোঃ রুবেল হোসেন(৩৪) পিতা- মৃত লিয়াকত আলী, মাতা-মোছাঃ রোকেয়া বেগম, সাং-চাপুলিয়া,ডাক- খাসিয়াল, থানা-লোহাগড়া, জেলা-নড়াইল’দের গ্রেফতার করা হয়। এসময় ধৃত আসামীদের নিকট হতে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার কাজে ব্যবহৃত ০২ টি ডিবি জ্যাকেট, ০১টি খেলনা ওয়াকিটকি সেট, ওয়াকিটকি রাখার জন্য ০১ টি মোবাইল কেস, ০১টি নোটবুক, ০৩টি মোবাইল সেট, ০২টি হাত ঘড়ি, ০১টি ড্রাইভিং লাইসেন্স এবং নগদ ২,২০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিস্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।
======