বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৯:৩২ অপরাহ্ন

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

মুন্সিগঞ্জ প্রতিনিধি / ৫২ সময়
আপডেট: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

“ জাতির পিতা আয়ু পেয়েছিলেন-বিশ হাজার দুইশত চল্লিশ দিন,এ সংখ্যার সাতগুণ বৃক্ষের ফুলে-ফলে মুন্সীগঞ্জ হবে রঙিন ”৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস থেকে শুরু করে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পর্যন্ত জাতির পিতার আয়ুষ্কালের সংখ্যার সমান (২০২৪০ টি করে) বৃক্ষের চারা রোপণ ও বিতরণের লক্ষ্য নিয়েছে,মুন্সীগঞ্জ জেলা প্রশাসনও ৬টি উপজেলা প্রশাসন।

জেলা প্রশাসনও ৬টি উপজেলা প্রশাসন মিলে মোট ১,৪১,৬৮০ টি বৃক্ষের চারা রোপণ ও বিতরণ করা হচ্ছে।

২৩জুন উপজেলা প্রশাসন শ্রীনগর, মুন্সীগঞ্জের আয়োজনটি ছিলো একটু ব্যতিক্রম। ছনবাড়ী নামক স্থানে পথচারীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো: আবুজাফর রিপন, বিপিএএ।সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানি নাগরিক মিস মাকি সানো।এ অতিথি মুন্সীগঞ্জ জেলা প্রশাসন এর এমন উদ্যোগকে সাধুবাদ জানান।

এ সময় তিনি বলেন- বঙ্গবন্ধু ছিলেন সিংহহৃদয়ের অধিকারী, ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর জাপান সফরের সময় হতে বাংলাদেশকে ‘জাপানের-পরম বন্ধু’ হিসেবে অভিহিত করা হয়। সেই সফরে জাপানের জনগণ বাংলাদেশের স্বাধীনতার অপরিহার্যতাকে প্রবলভাবে সমর্থন করেন। বঙ্গবন্ধুর ওই সফরের পর অনেক জাপানিই বাংলাদেশকে চিনতে শুরু করে।

========


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর