গাজীপুরে মাটি খুঁড়তেই পাওয়া গেলো কলস ভর্তি ‘গ্রেনেড’
গাজীপুর মহানগরে বাড়ি নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় কলস ভর্তি ‘গ্রেনেড’ পাওয়া গেছে। খবর পেয়ে ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার সকালে জোড়পুকুর পাড় এলাকায় এসব পাওয়া যায় বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি সৈয়দ রাফিউল করিম।
স্থানীয় বাসিন্দা রাজু জানান, কাপাসিয়া উপজেলার বাসিন্দা আবুল কাশেম গাজীপুর মহানগরীর দক্ষিণ ছায়াবীথি (জোড়পুকুর পাড়) এলাকায় সাড়ে তিন কাঠা জমি ক্রয় করেন। সম্প্রতি তিনি ওই জমিতে বাড়ি নির্মাণের জন্য প্রস্তুতি নেন।
সকালে স্থানীয় শ্রমিকরা জমিতে মাটি খনন শুরু করেন। সকাল ১০টার দিকে গর্তের ভেতর থেকে একটি মাটির কলস বেরিয়ে আসে। কোদালের আঘাত কলসটি ভেঙে গেলে ভেতরে গ্রেনেড সদৃশ বস্তু দেখা যায়।
বিষয়টি পুলিশকে জানালে তারা এসে পরীক্ষা করে প্রাথমিকভাবে এগুলো পরিত্যক্ত গ্রেনেড বলে ধারণা করেন। নিরাপত্তার জন্য এলাকা থেকে লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে।
বাড়ির মালিক আবুল কাশেম বলেন, “শ্রমিকরা সাড়ে ৯টার দিকে বিষয়টি জানান। প্রথমে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করি। পরে সদর থানায় গিয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
“আপাতত প্রাচীর ঘেরা জমির গেইটে তালা দেওয়া আছে। অনেক লোক আসছেন কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।”
ওসি সৈয়দ রাফিউল করিম বলেন, গ্রেনেড সদৃশ বস্তুগুলো পরীক্ষা করে নিরাপত্তার স্বার্থে আশপাশের লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে।
ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসেছেন; তারা বস্তুগুলো পরীক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন বলে জানান তিনি।