মৃত্যুর পরেও যে সওয়াব পাওয়া যাবে
“আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
إِذَا مَاتَ الإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلاَّ مِنْ ثَلاَثَةٍ إِلاَّ مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ
মানুষ যখন মারা যায়, তখন তিন প্রকার আমল ব্যতীত সকল আমল বন্ধ হয়ে যায়। (১) সদাকায়ে জারিয়া, অথবা (২) এমন ইলম- যার দ্বারা উপকার সাধিত হয়, অথবা (৩) নেককার সন্তান- যে তার (পিতা-মাতার) জন্য দুআ করতে থাকে।
সহীহ মুসলিম, হাদীস ১৬৩১ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত), ৪০৭৭ (ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)
সদকায়ে জারিয়া:
সদকায়ে জারিয়া হচ্ছে এমন ক্ষেত্রে দান করা, যে দানের ফল শেষ হয়ে যায় না। যেমন কেউ একটি মসজিদ বানিয়ে দিল। তো তার মৃত্যুর পরও যতদিন এ মসজিদ থাকবে ততদিন তার আমলনামায় এর সওয়াব যোগ হতে থাকবে।”
যে কাজ গুলো সদকায়ে জারিয়া হিসেবে গন্য করা হয়।
* মসজিদ নির্মাণ করা।
* ফলজ বৃক্ষ রোপন করা।
* মাদরাসা নির্মাণ করা।
* কোরআন শরীফ দান করা।
* নেক সন্তান রেখে যাওয়া।
* সন্তানকে দ্বিনী শিক্ষা দেয়া।
* কবর স্থানের জন্য জায়গা দান করা।
* ইসলামি শিক্ষা দেয়া।
* এতিমদের লালন পালন কার।
============