রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:০৭ পূর্বাহ্ন

রাতে রণক্ষেত্র যাত্রাবাড়ি-শনির আখড়া

নিজস্ব প্রতিবেদক / ১১৭ সময়
আপডেট: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

পুলিশের সঙ্গে কোটা আন্দোলনকারীদের দফায়-দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর হানিফ ফ্লাইওভারের দক্ষিণ অংশ কাজলা থেকে শনিরআখড়া পর্যন্ত এলাকা। এ সময় যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দিয়েছে কোটা আন্দোলনকারীরা।
বুধবার (১৭ জুলাই) রাতে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ফ্লাইওভারের টোলপ্লাজায় আগুন দেয়ার পাশাপাশি একাধিক যানবাহনে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় কোটা আন্দোলনকারীরা।
এ সময় মুহুর্মুহু রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়েছে পুলিশ। পাল্টা ইটপাটকেল ছুড়েছে আন্দোলনকারীরা। এতে পুলিশের দুই জন সদস্য ও ৮ জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সংঘর্ষের ঘটনায় যাত্রাবাড়ী থানা থেকে কুতুবখালি পর্যন্ত মহাসড়ক বন্ধ রয়েছে। কয়েকটি মোটরসাইকেল ও সিএনজি পুড়িয়ে দিয়েছে আন্দোলনকরীরা। এসময় যাত্রাবাড়ী থানাতেও হামলার ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে কমপক্ষে ৬ জনের গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, দনিয়া ও শনির আখড়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গুলিতে আহত ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে বলে জানিয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে দুই বছরের এক শিশুও রয়েছে। একজনের মাথায় গুলি লেগেছে।
যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে স্থানীয় বিএনপি-জামায়াতের চিহ্নিত কর্মীরা সহিংসতা চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে এবং ফ্লাইওভারের টোলপ্লাজায় আগুন ধরিয়ে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর