উত্তরায় পুলিশের গাড়িতে আগুন! নিহত দুই
রাজধানীর উত্তরা আজমপুর সকাল থেকে পুলিশ ও কোটা সংস্কার আন্দোলন কারীদের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। কোটা আন্দোলনকারীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এসময় দুইজন শিক্ষার্থী নিহতের খবর পাওয়া যায়।
ঢাকা ময়মনসিংহ হাইওয়ে সড়কের বিভিন্ন স্থানে আগুন দেয়াসহ বেরিগেট নিয়ে স্বাভাবিক যান চলাচল বন্ধ করে দেয়া হয়।
আন্দোলনকারীরা পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে আজমপুর ফ্লাই ওভারের নিচে আগুন ধরিয়ে দেয়া, থানায় আক্রমন চালিয়ে একাধিক পুলিশ সদস্যকে আহত করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করে তারা।সকাল থেকেই তারা মহাসড়ক থেকে শুরু করে সাইড ও সেক্টরের ভেতরের অলি-গলি বেরিগেট দিয়ে দখলে রাখে।
অপরদিকে পুলিশ আন্দোলন কারীদের ছত্র ভঙ্গ করতে গেলে তোপের মুখে অসহায় হয়ে পড়লে টিয়ারশেল মাঝে মাঝে রাবার বুলেট ছুড়তে থাকে। এসময় কয়েকশত শিক্ষার্থী আহত ও দুইজন নিহতের খবর পাওয়া গেছে।
উত্তরা আধুনিক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাব্বির আহমেদ গণমাধ্যমকে বলেন, শতাধিক ছাত্র আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের অনেককেই চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে। বেলা তিনটা পর্যন্ত হাসপাতালে প্রায় ৩০ জন আহত শিক্ষার্থী চিকিৎসাধীন ছিলেন। তবে সংঘর্ষে নিহত এক ছাত্রকে দুপুর সোয়া ১২টার দিকে হাসপাতালে আনা হয়।
এছাড়া উত্তরা ক্রিসেন্ট হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ মাহমুদুল হাসান বলেন, ৪০০ জনের বেশি আন্দোলনকারী আহত অবস্থায় চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে একজন মারা গেছেন। তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে সংঘর্ষ শুরু হওয়ায় ঢাকা-ময়মনসিংহ সড়কের উত্তরা অংশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া দুপুর দেড়টার দিকে হাউজবিল্ডিং থেকে রাজলক্ষ্মী মোড় পর্যন্ত সড়কে আন্দোলনকারীরা অবস্থান করে। পরে তাদের ওপর সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়।
এর আগে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা উত্তরার জমজম টাওয়ারের সামনে জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে মূল সড়কে উঠতে চাইলে পুলিশ ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পরে সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, জমজম টাওয়ার থেকে মিছিল নিয়ে আজমপুর বিমানবন্দর মহাসড়কে আসলে পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। অপরদিকে পুলিশকে লক্ষ্য করে ছাত্ররা ইট পাটকেল মারতে থাকে।
রাজধানী বিমানবন্দর মহাসড়ক অবরোধ কর্মসূচিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি), নর্দান বিশ্ববিদ্যালয় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, উত্তরা ইউনিভার্সিটি, রাজউক উত্তরা মডেল কলেজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা হাইস্কুল, নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ ও টঙ্গী সরকারি কলেজসহ বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী অংশ নেয়।
এবিষয়ে উত্তরা জোনের ডিসিকে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায় নি।