সংবাদ শিরোনাম
দিনাজপুরে মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে বাধা, আটক ১০
দিনাজপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়েছে। এসময় অন্তত ১০ জনকে আটক হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে দিনাজপুর গোর-এ শহীদ ময়দানে শহীদ মিনারের সামনে থেকে আটক করে পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা।
এর আগে গোর-এ শহীদ ময়দানে সমবেত হতে থাকে শিক্ষার্থীরা। পরে তারা শহীদ মিনারের সামনে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এসময় পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা কর্মসূচিতে বাধা দেয়। এক পর্যায়ে ১০ জনকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম জানান, কয়েকজন শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তাদের অভিভাবকদের ডাকা হয়েছে।
======
আপনার মতামত লিখুন :
Leave a Reply
বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর