উত্তাল সিরাজদিখান, থানা ও আওয়ামী লীগের পার্টি অফিস ভাংচুর, পুলিশের গুলিতে আহত-৪
শেখ হাসিনা সরকার পতদ্যাগের পর রাস্তায় নেমে পরেছে সাধারণ মানুষ। একদিকে রাস্তা রাস্তায় আনন্দ মিছিল ও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নানা শ্লোগানে উল্লাস করছেন সাধারণ মানুষ।
অন্যদিকে থানা ও আওয়ামী লীগের পার্টি অফিসসহ নেতাকর্মীদের ব্যানার ফেস্টুন ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা।
সোমবার বিকাল ৫ টার দিকে সিরাজদিখান থানায় হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এসময় থানার প্রধান গেট ভাঙচুর করে থানায় প্রবেশ করে হামলার প্রস্তুতি নিলে দুই দফা গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এসময় পুলিশের ছোড়া গুলিতে ৪ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। আহতদের প্রথমে আরাফাত জেনারেল হাসপাতালে নেওয়া হলে দুই জনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের সাটানো ব্যানার ফেষ্টুন ভাংচুর করে পুড়িয়ে ফেলে সাধারণ মানুষ। এর আগে বিকাল সাড়ে ৩ টার দিকে শেখ হাসিনা সরকারের পতদ্যাগকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল নিয়ে ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা পয়েন্টে গিয়ে জড়ো হয়। আওয়ামী লীগ সরকার বিরোধী নানা শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে চারপাশ।