বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

উত্তরখানে ইনকিলাব পত্রিকার প্রতিনিধির উপর দূর্বৃত্তদের হামলা

নিজস্ব প্রতিবেদক / ২২১ সময়
আপডেট: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
Oplus_131072

উত্তরখানে মদ পানে ৩ জনের মৃত্যু শিরোনামে নামধারী যুবলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে দেশের স্বনামধন্য বহুল প্রচারিত “দৈনিক ইনকিলাব পত্রিকার ” উত্তরা প্রতিনিধি মাসুদ পারভেজ’র উপর দূর্বৃত্তরা হামলা করে।

জানা যায় পেশাগত দায়িত্ব পালন শেষে গতকাল সোমবার রাত ১১ টায় বাসায় যাওয়ার পথে দূর্বৃত্তরা উত্তরখান মাজার চৌরাস্তায় তার উপর হামলা চালায়। হামলাকারীরা ৮/১০ জন মিলে পিছন থেকে অতর্কিত ভাবে তার উপর এ হামলা চালায়। এসময় দূর্বৃত্তরা তার মাথায়, ঘাড়ে, বুকে পিঠে এলোপাতাড়ি কিল ঘুষি মারে এবং তাদের হাতে থাকা লোহার রড দিয়ে হাতে পায়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এতে তার সারা শরীর নিলা ফুলা জখম হয় এবং মাথার পিছনে ও ঘারে কেটে যায়।

আহত আবস্থায় এলাকার লোকজন তাকে উদ্ধার করে নিকটস্থ ডাক্তারের দোকানে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। জানা যায়,গত ২ সপ্তাহ যাবত শিক্ষার্থীদের আন্দোলনে তিনি ছাত্র- জনতার পক্ষে গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ করেন। এছাড়াও প্রতিদিন তিনি শ্ব- শরীরে রাজপথে থেকে ছাত্র জনতার পক্ষে সংবাদ সংগ্রহ করেন।

সুত্রে আরো জানা যায়, গত চার মাস আগে দৈনিক ইনকিলাব পত্রিকায় তিনি উত্তরখান ফজিরবাতান এলাকায় মাদক ব্যবসায়ী কথিত যুবলীগ নেতা শামীম ও তার সহযোগীদের বিরুদ্ধে তাদের বানানো মদপানে ৩ জনের মৃত্যু হয়েছে এমন সংবাদ প্রকাশ করেন। সংবাদ প্রকাশের পর থেকে তারা তাকে বিভিন্ন প্রকার হুমকি দিয়ে আসছে। মাসুদ পারভেজ বলেন, তিনি ধারণা করছেন মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে তারা আজ রাজনৈতিক ফায়দা নিয়ে দায় এড়াতে লোক ভাড়া করে সাংবাদিক মাসুদ পারভেজের উপর এমন হামলা করে। বর্তমানে তার অবস্থা আশংকাজনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর