বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো ‘মৈত্রী এক্সপ্রেস’

নিজস্ব প্রতিবেদক / ১৯ সময়
আপডেট: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো ‘মৈত্রী এক্সপ্রেস’।অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশের সঙ্গে ট্রেন চলাচল স্থগিত করেছে ভারত। যদিও জুলাইয়ের মাঝামাঝি কোনো ট্রেনই সীমান্ত পাড়ি দিচ্ছে না।

বাংলাদেশে সহিংস বিক্ষোভের কারণে তখন থেকেই তা বাতিল করা হয়। কিন্তু বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে স্থগিতের মেয়াদ অনির্দিষ্টকালের জন্য করা হয়েছে।

 

বাংলাদেশ-ভারত রুটে তিনটি ট্রেন চলাচল করে থাকে। মৈত্রী এক্সপ্রেস (ঢাকা-কলকাতা) ও বন্ধন এক্সপ্রেসের (খুলনা-কলকাতা) চলাচল ১৯ জুলাই থেকে বন্ধ রয়েছে। এছাড়া মিতালী এক্সপ্রেস সবশেষ চলেছে ১৭ জুলাই।

কাটিহারে নিয়োজিত ভারতের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘মিতালী এক্সপ্রেস, যা ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটে চলাচল করে। ১৭ জুলাই ঢাকা যাওয়ার পর সেই ট্রেন আর ফেরত আসেনি। ট্রেনের ১০টি কোচ ভারতীয় রেলওয়ের মালিকানাধীন। কিন্তু যেহেতু কোচগুলো সেই ট্রেনেই ব্যবহৃত হয়েছিল তাই আমাদের কোনো অসুবিধা নেই। বর্ডারে সবসময় ট্রেনের লোকো পরিবর্তন করা হয়। তাই যখন এটি বাংলাদেশে প্রবেশ করে, তখন তারা আমাদের পরিবর্তে ট্রেনে নিজস্ব ইঞ্জিন সংযুক্ত করে। ‘

এদিকে ইন্দো-বাংলা সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিএসএফ। এছাড়া বাংলাদেশের বিরাজমান পরিস্থিতি করেন ঢাকায় নিজেদের সব ফ্লাইট বাতিল করেছে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর