বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

ডাকাতি রুখতে সংঘবদ্ধ হয়ে এলাকা পাহারা দিচ্ছে গ্রামবাসী

এম এ হানিফ রানা(গাজীপুর) / ৩০ সময়
আপডেট: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪

হঠাৎ করেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় ডাকাতির ঘটনা বেড়ে গেছে। অনেক এলাকায় যৌথ ভাবে একাধিক বাসাবাড়িতে ডাকাতি হচ্ছে। ফলে আতংক বিরাজ করছে জনসাধারণের মনে। টাকা পয়সা স্বর্নাঅলংকারের পাশাপাশি জীবন নিয়েও শংকায় দিন কাটাচ্ছেন সাধারণ মানুষজন।

বেশি নিরাপত্তা হীনতায় ভুগছে পুলিশ প্রশাসন এখনো দাবি মিমাংশা না হওয়ায় নিজ নিজ কর্মে ফিরেনি। ফলে পুলিশ শূন্য থানাগুলো নেই রাস্তায় পুলিশি টহল। তাছারা বিভিন্ন জেলা থেকে পলাতক দাগি আসামিরা পালিয়ে যাওয়ায় ভীতিটা আরো কয়েকগুণ বেড়ে গেছে বলে জানান স্থানীয়রা।

বিভিন্ন এলাকার মতো গাজীপুরের বিভিন্ন জায়গাতেও রাতে ডাকাতির ঘটনা ঘটছে। ডাকাত পরলে রাতে মসজিদের মাইকে ঘোষণা দেয়া হচ্ছে ডাকাতের আক্রমণের কথা। গাজীপুরের টঙ্গী, ধীরাশ্রম, মারিয়ালি, কলাবাগান, নিয়ামত সড়ক সহ বেশ কিছু স্হানে ডাকাত আসছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত ৬ আগষ্ট কলাবাগান ও শহীদ নিয়ামত এলাকায় ডাকাত আসছে বলে রাতে মসজিদের মাইকে ঘোষণা দেয়া হলে সব মানুষ রাস্তায় নেমে আসে ডাকাত ধরতে। তবে তারা পালিয়ে যায়।
তাই ৭ আগষ্ট এলাকার সকল মানুষদের অংশগ্রহণে ডাকাত প্রতিরোধ কমিটি গঠন করা হয়। এতে দলমত নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করে। সন্ধ্যার পরপরই হাতে লাঠি নিয়ে ৮-১০ জনের দলে বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় পাহারা দিতে দেখা গেছে তাদের। এবং এই পাহারা চলে সারা রাত।

========


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর