ঝুট ব্যবসাকে কেন্দ্র করে গাজীপুরের ইউটা গার্মেন্টসে সংঘর্ষ
ঝুট ব্যবসাকে কেন্দ্র করে গাজীপুরের ইউটা গার্মেন্টসে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের বহিষ্কৃত কাউন্সিলর এবং ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর হাসান আজমল ভূইয়া, ছাত্রদল মহানগরের সভাপতি শুকুর আহমেদ, মেহেদী হাসান শামীম, ১৯ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান সবুর, কাউতিয়া সাংগঠনিক থানা যুবদলের যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আকন এদের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল বহর নিয়ে ইউটা গার্মেন্টসের সামনে অবস্থান করেন।
অপর একটি গ্রুপ তৎক্ষণাৎ তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। একপর্যায়ে দুই পক্ষের সাথে গোলাগুলি হয়। গোলাগুলির তীব্রতায় সাধারণ জনগণ আশেপাশে অবস্থান করতে না পেরে দিগ্বিদিক ছুটাছুটি করতে থাকেন।
সংঘর্ষের একপর্যায়ে বহরের মোটরসাইকেলগুলোর মধ্যে থেকে ১৫/২০ টি মটরসাইকেল জ্বালিয়ে দেয়া হয়।
অভিযুক্তরা ১৯ নং ওয়ার্ডের বহিষ্কৃত কাউন্সিলর গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির চাচাতো ভাই।