গাজীপুরে বন্যার্তদের নাম করে চাঁদা আদায়ের সময় প্রতারক চক্রের ৫ সদস্য আটক
বন্যার্তদের নাম করে চাঁদা আদায় করার সময় প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করে স্থানীয়রা।
২৫ আগষ্ট বিকেলে তারা অনেক জায়গায় চাঁদা আদায় করে গাজীপুরের জয়দেবপুর বাস্টান্ডে আসে চাঁদা কালেকশনের জন্য। তখন সেখানে ” বাংলাদেশ হটলাইন” নামক একটি গ্রুপ দু দিন যাবত বন্যার্তদের সহায়তার জন্য ফান্ড সহ অনান্য সামগ্রী কালেকশন করে আসছিলো।
এ সময় তাদের গতিবিধি সন্দেহ জনক হলে বাংলাদেশ হটলাইনের সদস্যগন তাদের কার্যক্রম ও নাম ঠিকানা জিজ্ঞাসা করে। একবার ছাত্র তো আরেক বার গার্মেন্টস কর্মি বলে পরিচয় দিলে আরো সন্দেহের জন্ম নেয়। পরে কোথায় থাকে এমন প্রশ্নের জবাবে প্রতারক চক্রের সদস্যরা কিছু মানুষের নাম বললে তাদের ফোন করলে তারা এদের চিনে না বলে জানান।
এ বিষয়ে বাংলাদেশ হটলাইনের সদস্য ফয়সাল আলম হৃদয় বলেন, দেশের এই খারাপ পরিস্থিতিতে বন্যার্তদের নাম করে কিছু চক্র রাস্তায় নেমে ফান্ড কালেক্ট করছে, আজ (২৫ আগষ্ট) বিকেলে আনুমানিক চারটায় জয়দেবপুর বাজার বাস-স্ট্যান্ড এই চক্রের ৬ জন সদস্য ফান্ড কালেকশন করার সময় আমাদের কাছে পাঁচজন সদস্য আটক হয় এবং একজন পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে তাদেরকে মুখে চুন কালি মাখিয়ে পুরো জয়দেবপুর বাজার ঘুরানো হয়। এবং আর কখনও এমন ঘৃণিত কাজ করবে না বলে জানানো হয়।