রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:২০ পূর্বাহ্ন

উত্তরায় চোরাইকৃত   ২২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ এক নারী  গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৭১ সময়
আপডেট: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

উত্তরা এলাকার একটি বাসায় চুরির ঘটনায় নগদ টাকা, বিভিন্ন বৈদেশিক মুদ্রা ও ২২ ভরি স্বর্ণালংকার উদ্ধারসহ গৃহকর্মী মনিকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশ।

উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমান ডিএমপি  এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৯ জুলাই উত্তরা পূর্ব থানা এলাকার একটি বাসা থেকে গৃহকর্মী বেডরুমের আলমারির তিনটি তালা ভেঙ্গে নগদ টাকা, ডলার ‍ও স্বর্ণালংকারসহ বেশকিছু জিনিসপত্র চুরি করে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় বাদী সালমা খানমের অভিযোগের প্রেক্ষিতে একটি চুরির মামলা রুজু  করা হয়।

তিনি আরও বলেন, মামলাটি তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। এরপর উত্তরা পূর্ব থানা পুলিশের একটি দল গত ১৯ আগস্ট অভিযান পরিচালনা করে গাজীপুর জেলার গাছা থানা এলাকা থেকে গৃহকর্মী মনিকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ২২ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লক্ষ ১৯ হাজার টাকা ও বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যান্যদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত মনিকে উত্তরা পূর্ব থানার মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

========


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর